চল্লিশ হাজার ছুঁইছুঁই করোনা আক্রান্তের সংখ্যা

frame চল্লিশ হাজার ছুঁইছুঁই করোনা আক্রান্তের সংখ্যা

A G Bengali
দেশে ২৪ ঘন্টায় ফের বাড়ল করোনা সংক্রমণ। একদিনে আক্রান্তের সংখ্যা ফের চল্লিশ ছুঁইছুঁই। তবে কিছুটা কমল মৃত্যু। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন। শনিবার দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়েছিল ৩৯ হাজার ৯৭ জন। রবিবারে সেই সংখ্যা কিছুটা বেশি। তবে স্বস্তির বার্তা একটাই। আক্রান্তের পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৯৭২ জন। শনিবার দেশে একদিনে সুস্থ হয়েছিলেন ৩৫ হাজার ৮৭ জন। এখনও পর্যন্ত দেশে মোট করোনা মুক্তের সংখ্যা ৩ কোটি ৫ লক্ষ ৪৩ হাজার ১৩৮।


এই মুহূর্তে দেশে টিকাকরণের দিকে দেওয়া হচ্ছে বিশেষ জোর। দেশে টিকা পেয়েছেন ৪৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৬৪ জন। এদিকে, শীতকালে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট থাবা বসাতে পারে, গোটা বিশ্বকে এমনই সতর্কবার্তা দিলেন ফ্রান্সের গবেষক। ফ্রান্স সরকারের সায়েন্টিফিক কাউন্সিলের প্রধান জ্যঁ-ফসোয়াঁ দেলফেসি জানিয়েছেন, 'শীতকালে করোনার একটি নতুন ভ্যারিয়্যান্ট তৈরি হতে পারে, এই সম্ভাবনা দেখতে পাচ্ছি।' করোনাভাইরাসের রূপ বদল নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব। প্রথম ঢেউ আছড়ে পড়ার পর একাধিকবার ভোল বদলেছে করোনাভাইরাস। আলফা, বিটা, ডেল্টা, গামা ভ্যারিয়্যান্টগুলির দাপটে গোটা বিশ্ব। বর্তমানে ডেল্টা ভ্যারিয়্যান্ট দাপট দেখাচ্ছে গোটা বিশ্বে।করোনাভাইরাসের রূপ বদল নিয়ে রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব। প্রথম ঢেউ আছড়ে পড়ার পর একাধিকবার ভোল বদলেছে করোনাভাইরাস। আলফা, বিটা, ডেল্টা, গামা ভ্যারিয়্যান্টগুলির দাপটে গোটা বিশ্ব। বর্তমানে ডেল্টা ভ্যারিয়্যান্ট দাপট দেখাচ্ছে গোটা বিশ্বে।

Find Out More:

Related Articles:

Unable to Load More