বুধবারের তুলনায় বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল সংক্রমণের হার।বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬২। জেলা ভিত্তিক তালিকায় শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। কলকাতাতেও সামান্য বেড়ে দৈনিক আক্রান্ত ছুঁল ৭৯। তালিকায় তার পরেই রয়েছে দার্জিলিং, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। কলকাতাতেও সামান্য বেড়ে দৈনিক আক্রান্ত ছুঁল ৭৯। তালিকায় তার পরেই রয়েছে দার্জিলিং, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া। বৃহস্পতিবার রাজ্যে সুস্থ হয়েছেন ৮২৩ জন, যা গতকালের তুলনায় কম। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭২১।
অন্যদিকে, ভারতের স্টার অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া (Krunal Pandya) শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সীমিত ওভারের সিরিজে ক্রুনালের করোনাক্রান্ত হয়েছিলেন। করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ায় ক্রুনাল অবশেষে ভারতে পা রাখলেন। তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেই ক্রুনালের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এমনকী দ্বিতীয় টি-২০ একদিন পিছিয়েও যায়। ক্রুনালের সংস্পর্শে আসা ৭ ক্রিকেটারকেও আইসোলশেন যেতে হয়েছিল। নিভৃতবাসে ছিলেন পৃথ্বী শ (Prithvi Shaw), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya), দীপক চাহার (Deepak Chahar), মণীশ পাণ্ডে (Manish Pandey), ঈশান কিশান (Ishan Kishan) ও কৃষ্ণাপ্পা গৌতম (K Gowtham)।