আগেই ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহার করার ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল মার্কিন এই সংস্থা। জনসন অ্যান্ড জনসন আগেই দাবি করেছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। সেই ভিত্তিতেই ভারতে আবেদন করেছিল সংস্থাটি। ভারতে এখন পাঁচটি বিদেশি ভ্যাকসিন চলছে। অন্যদিকে, দেশের দৈনিক কোভিড সংক্রমণ গত তিন দিন ধরেই ৪০ হাজারের নীচে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৯৯ জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৯৫৪ জন। দৈনিক মৃত্যুও দু’দিন ধরেই ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৪৪৭ জন। এ নিয়ে গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৩০৯ জন। দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে চার হাজারের বেশি। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৪ লক্ষ ২ হাজার ১৮৮ জন।
আবার, বিজেপিশাসিত ত্রিপুরা গিয়ে দফায় দফায় হামলার মুখে তৃণমূল নেতা-নেত্রীরা। মহামারী আইনে গ্রেফতার করা হয় সুদীপ রাহা, জয়া দত্তদের। তাঁদের উদ্ধার করতে পড়শি রাজ্যে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আদালত থেকে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন এ রাজ্যের শাসকদলের ১৪ জন। রাতে আক্রান্তদের নিয়ে কলকাতায় ফেরেন অভিষেক। সুদীপ রাহা ও জয়া দত্তকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে। এদিন সকালে যখন হাসপাতালে গিয়ে জখম নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, তখন আগরতলায় পৌঁছে গিয়েছেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।