বাড়ল দৈনিক সংক্রমণ

frame বাড়ল দৈনিক সংক্রমণ

A G Bengali
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩৫৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। যদিও বাড়লেও তা ৫০০-র নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৯৭ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। তবে রাজ্যে রাজ্যে সংক্রমণ পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ২১ হাজারের বেশি রয়েছে। মহারাষ্ট্রে তা ৫ হাজার ৬০৯। এর পর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮৯৩), অন্ধ্রপ্রদেশ (১,৪৬১), কর্নাটক (১,৩৩৮), ওড়িশা (১,০৪১) এবং অসম (৯২৯)। দেশের বাকি রাজ্যগুলিতে সংক্রমণ এক হাজারের নীচে রয়েছে।

অন্যদিকে, এবার ডেল্টা প্লাস প্রজাতির হদিস মিলল এ রাজ্যে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় অন্তত ৩ রোগীর দেহে পাওয়া গিয়েছে করোনার এই প্রজাতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে বলা হয়েছে, রাজ্যের নদিয়া ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগের দিকে যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় অন্তত ৩ রোগীর দেহে পাওয়া গিয়েছে করোনার এই প্রজাতি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যানে বলা হয়েছে, রাজ্যের নদিয়া ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগের দিকে যাচ্ছে।  গত ২ সপ্তাহে দেশের যে ৩৭টি জেলায় করোনা সংক্রমণ বাড়ছে তার মধ্যে রয়েছে নদিয়া ও উত্তর ২৪ পরগনা।

Find Out More:

Related Articles:

Unable to Load More