ফর্চুন ফেভার্স দ্য ব্রেভ। ভাগ্য সব সময় সাহসীদের সাথ দেয়। কথাটা বলাই যায় মুর্শিদাবাদের সিআরপিএফ জওয়ান পার্থ রজককে নিয়ে। মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা থানার পাঁচথুপি গ্রামের আছোয়া পাড়ার বাসিন্দা পার্থ লটারিতে জিতলেন এক কোটি টাকা। ৩০ টাকার লটারির টিকিট কেটে একেবারে কোটিপতি। নিয়মিত লটারির টিকিট কাটতেন। বিশ্বাস রাখতেন ভাগ্যের ওপর। যেমন সিআরপএফ জওয়ান হয়ে সব সময় পরিশ্রমের ওপর ভরসা রাখেন। লটারিতে কোটি টাকা জিতে পার্থ হাসতে হাসতে জানালেন, মাঝে মাঝেই ৩০ টাকার লটারির টিকিট কাটেন। বেশ কয়েক বছর ধরেই এই টিকিট কাটছিলেন। মনে মনে ইচ্ছা ছিল যদি পড়ে যায় প্রথম পুরস্কার এক কোটি। আর সেটাই হয়েছে। ছুটি পেলে বাড়িতে আসেন তিনি। এবার তার ভাগ্য সঙ্গ দিল। সিআরপিএফ জওয়ান জানালেন, "লটারিতে জেতা প্রথম পুরস্কারের বেশিরভাগই অর্থই তিনি গ্রামে মন্দির নির্মাণ ও গরিব মানুষের কল্যাণে দান করতে চান। বাকি যা পড়ে থাকবে সেটা নিজের কাছে রাখবেন।"
অন্যদিকে, রবিবারে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও রাজ্যজুড়ে আজ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, জানিয়েছে হাওয়া অফিস। আজ মূলত মেঘলাই থাকবে আকাশ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কারণ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জ থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই রাজ্যে এখনই বৃষ্টি কমার লক্ষণ নেই। বৃষ্টির পরিমাণ কমবে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে৷ সোম ও মঙ্গলবার অতিবৃষ্টির সতর্কতা রয়েছে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি ও তাপমাত্রা বৃদ্ধি পাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতেও বৃষ্টির ইঙ্গিত রয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।