দুনিয়ার সুরক্ষিত শহরের শিরোপা পেল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। সেখানে ভারতের শহরগুলো সুরক্ষার বিষয়ে দুনিয়ার সেরাদের কাছে অনেকটা পিছনে। সেফ সিটিস ইনডেক্স ২০২১- (Safe City Index 2021) তালিকায় নয়া দিল্লি বিশ্বের ৪৮তম স্থানে থাকল। আর মুম্বই সেখানে থাকল ৫০ নম্বরে। বিশ্বের ৬০টি বড় শহকে নিয়ে করা তালিকায় সবার শেষে মায়নামারের রাজধানী ইয়াঙ্গন। শহরের সামগ্রিক পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা, ডিজিটাল পরিস্থিতি- এমন ৭৬টি জিনিসের ওপর ভিত্তিতে নম্বর দিয়ে এই তালিকার ক্রমালিকায় ঠিক করা হয়। ২০১৫ সাল থেকে শুরু হয়েছে এই সমীক্ষা। প্রথম বছর ৪৪টি বিষয়ের ওপর বিশ্বের ৫০টি বড় শহরের তালিকা তৈরি হয়েছিল। ভারতের দিল্লি, মুম্বই একেবারে তলানিতে আছে করাচি, ঢাকার আশেপাশে। অবাক করা কথা হল দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত শহরের তালিকায় প্রথম দশে নেই আমেরিকার কোনও শহর। প্রথম দশে এশিয়ার তিন শহর হলস- সিঙ্গাপুর, টোকিও, হংকং।
১) কোপেনহেগেন, ডেনমার্ক (৮২.৪ পয়েন্ট)
২) টোরোন্টো, কানাডা (৮২.২)
৩) সিঙ্গাপুর, সিঙ্গাপুর (৮০.৭)
৪) সিডনি, অস্ট্রেলিয়া (৮০.১)
৫) টোকিও, জাপান (৮০)
৬) আমস্টারডাম, নেদারল্যান্ডস (৭৯.৩)
৭) ওয়েলিংটন, নিউ জিল্যান্ড (৭৯)
৮) হংকং, হংকং (৭৮.৬)
৯) মেলবোর্ন, অস্ট্রেলিয়া (৭৮.৬)
১০) স্টকহোম, সুইডেন (৭৮)
শেষের দশ
৫০) মুম্বই, ভারত (৫৪.৪)
৫১) ম্যানিলা, ফিলিপিন্স (৫২.৫)
৫২) বাকু, আজারবাইজান (৪৯.৮)
৫৩) কুয়েত সিটি, কুয়েত (৪৯.৪)
৫৪) ঢাকা, বাংলাদেশ (৪৮.৯)
৫৫) কাসাব্লাঙ্কা, মরক্কো (৪৮.২)
৫৬) লাগোস, নাইজেরিয়া (৪৫)
৫৭) কায়রো, ইজিপ্ট (৪৩.৭)
৫৮) কারাকাস, ভেনেজুয়েলা(৪০.৫)
৫৯) করাচি, পাকিস্তান
৬০) ইয়াঙ্গন, মায়নমার (৩৯.৫)