প্রয়োজনে অন্যদেশে ঢুকে জঙ্গি নিকেশ করব : রাজনাথ সিং

frame প্রয়োজনে অন্যদেশে ঢুকে জঙ্গি নিকেশ করব : রাজনাথ সিং

A G Bengali
"কেবলমাত্র নিজের দেশেই সন্ত্রাসবাদকে শেষ করবে না ভারত। প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গিদের নিকেশ করতেও আমরা পিছ পা হব না"-রবিবার তামিলনাডুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের একটা অনুষ্ঠানে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। নিশানা করলেন পাকিস্তানকে। আফগান পরিস্থিতি নিয়েও মুখ খুললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। 

রাজনাথ জানান, সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে কো‌নও ভাবেই আপস করা হবে না। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের ছেড়ে কথা বলা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন রাজনাথ। এর পরই প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য, “প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করব।” সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণও টেনে এনেছেন রাজনাথ। রাজনাথের কথায়, “দু’বার যুদ্ধ‌ে হেরেছে। তার পরেও এক প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বার বার নিশানা করছে ওই প্রতিবেশী দেশ। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে।” সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের উদাহরণও টেনে এনেছেন রাজনাথ। রাজনাথের কথায়, “দু’বার যুদ্ধ‌ে হেরেছে। তার পরেও এক প্রতিবেশী দেশ ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের প্রশিক্ষণ দিয়ে, অর্থ সাহায্য করে ভারতকে বার বার নিশানা করছে ওই প্রতিবেশী দেশ। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গিয়েছে।”

Find Out More:

Related Articles:

Unable to Load More