দুর্গা পুজোর নির্ঘন্ট জেনে নিন

A G Bengali
আর মাত্র কয়েকটা দিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উতসব দুর্গা পুজো শুরু হবে। কিন্তু মানতে করোনা বিধি। ইতিমধ্যেই জানানো হয়েছে নিয়মাবলী। যেমন, করোনা আবহে এবার প্যান্ডেলে ঢুকতে গেলে দেখাতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। সঙ্গে এবারও মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে পুজো কমিটিগুলি। নানা বিষয় মাথায় রেখেই একাধিক নির্দেশিকা জারি করেছে ফোরাম ফর দুর্গোৎসব। আর মাত্র কয়েকটা দিন, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উতসব দুর্গা পুজো শুরু হবে। কিন্তু মানতে করোনা বিধি। ইতিমধ্যেই জানানো হয়েছে নিয়মাবলী। যেমন, করোনা আবহে এবার প্যান্ডেলে ঢুকতে গেলে দেখাতে হবে ভ্যাকসিনের সার্টিফিকেট। সঙ্গে এবারও মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করেছে পুজো কমিটিগুলি। নানা বিষয় মাথায় রেখেই একাধিক নির্দেশিকা জারি করেছে ফোরাম ফর দুর্গোৎসব।   তবে দুর্গা পুজো, লক্ষ্মী পুজো ও কালী পুজোর নির্ঘন্ট এবার এক নজরে দেখে নিন-
শ্রীশ্রী দূর্গা পুজোর নির্ঘন্ট (সময় সূচি)
২৪শে আশ্বিন সোমবার ইংরেজি 11/10/2021  মহাষষ্ঠী শেষরাত্রি 4:4পর্যন্ত৷কিন্তু বার বেলা অনুরোধে ষষ্ঠী পূজো ৯:১৮ মধ্যে শুরু৷
দেবীর আমন্রন ও অধিবাস সন্ধ্যে ৬:৩০মধ্যে শুরু৷
মহাসপ্তমী-২৫শে আশ্বিন ইং-12/10/2021মঙ্গলবার, নব পত্রিকা প্রবেশ স্থাপন,সপ্তম্যাদি কল্পারম্ভ,সপ্তমী পূজা আরম্ভ ৯:১৯ সপ্তমী রাত্রি ১:৪৮ পর্যন্ত৷
মহাষ্টমী ২৬শে আশ্বিন ইং-13/10/2021বুধবার রাত্রি ১১:৪৯পর্যন্ত৷ সন্ধি পূজা রাত্রি ১১:২৫গতে শুরু ১২:১৩ মধ্যে সমাপন৷
মহানবমী ১৭শে আশ্বিন ইং-14/10/2021বৃহস্পতিবার রাত্রি ৯:৫২ পর্যন্ত৷
বিজয়া দশমী ২৮শে আশ্বিন ইং-15/10/2021শুক্রবার, রাত্রি ৮:২১পর্যন্ত৷
শ্রীশ্রী লক্ষ্মী পুজো
২রা কর্ত্তিক ইং-20/10/2021বুধবার, পুর্ণিমা পুর্বরাত্রি৬:৪৮মি:থেকে ৭:৩৮মি: পর্যন্ত৷
শ্রীশ্রীশ্যামা পুজা(কালী পুজো)
১৭ই কার্ত্তিক ইং-4/11/2021বৃহস্পতিবার,অমাবস্যা রাত্রি ৩:২৩ পর্যন্ত

Find Out More:

Related Articles: