টানা বৃষ্টির জেরে কার্যত ঘরবন্দি হয়েছে দিল্লি এবং লাগোয়া এলাকাগুলি। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতরের (আইএমডি) তরফে জারি হয়েছে ‘কমলা সতর্কতা’। আইএমডি-র পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে বৃষ্টিপাত হয়েছে ১১২.১ মিলিমিটার। ভেঙেছে ১৯ বছরের পুরনো রেকর্ড। এর আগে ২০১০ সালের ২০ সেপ্টেম্বর ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল দিল্লিতে। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। সে ক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের। সে ক্ষেত্রে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রশাসনের।
অন্যদিকে, বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা ছুঁয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩। জেলাভিত্তিক তালিকায় ফের শীর্ষে উঠে এল উত্তর ২৪ পরগনা। ওই জেলায় বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ১১৬। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। সেখানে এই দিন আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তালিকায় তার পরই রয়েছে নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং, হুগলি, হাওড়া। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা— দুই জেলাতেই বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। এ দিন রাজ্যে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১.৪৩ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ১২ লক্ষ ৫৮ হাজার ৭২৬ জন। এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তের সংখ্যা ৪ কোটি ১০ লক্ষ ৯৯ হাজার ৪৬৮।