NEET UG 2021 পরীক্ষা স্থগিত রাখার আবেদনে মামলা শেষ

A G Bengali
চলতি বছরে পরপর বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। তবে করোনা কিছুটা কমতেই শিক্ষা ব্যবস্থাকে স্বাভাবিক গতিতে ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। তবে করোনা আবহে নিট ২০২১ পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। তবে মেডিক্যালের স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষা স্থগিত রাখার পড়ুয়াদের এই আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আদালত রায়ে স্পষ্ট জানায়, প্রায় ১৬ লাখ পরীক্ষার্থী নিট পরীক্ষা দেবেন। তাই গুটিকয়েক পরীক্ষার্থীর আবেদন পূরণ করতে পরীক্ষা পিছিয়ে দেওয়া সম্ভব নয়। ১২ সেপ্টেম্বরেই হবে নিট পরীক্ষা। অপরদিকে, পরীক্ষার্থীদের একাংশের দাবি, করোনা পরিস্থিতিতে দেশে বিভিন্ন রাজ্যে এখনও বিধিনিষেধ বহাল রয়েছে। বাতিল করা হয়েছে অন্যান্য পরীক্ষাও। নিটের অন্তর্গত অন্যান্য পরীক্ষাগুলিও মেডিকেল এন্ট্রান্সের সঙ্গে একইদিনে রাখা হয়েছে। আর যার জেরেই সমস্যায় পড়েছেন তারা। শীর্ষ আদালতে পরীক্ষা স্থগিতের আবেদন জানালে আজ তা খারিজ হয়।

নিট-এর পরীক্ষা হওয়ার কথা ছিল ১ অগস্ট। তবে করোনার জেরে তা পিছিয়ে ১২ সেপ্টেম্বর করার ঘোষণা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। পরীক্ষার্থীদের একাংশের দাবি, করোনা আবহে পরীক্ষা আরও পিছিয়ে দেওয়া হোক। যদিও শিক্ষামন্ত্রক এই দাবি মানতে চায়নি। তাছাড়া করোনার প্রকোপ কমেছে দেশে। কেরল ছাড়া আপাতত বাকি দেশে সেই অর্থে সংক্রমণের ভয় কম। পরীক্ষার্থীদের একাংশের দাবি, করোনা আবহে পরীক্ষা আরও পিছিয়ে দেওয়া হোক। যদিও শিক্ষামন্ত্রক এই দাবি মানতে চায়নি। তাছাড়া করোনার প্রকোপ কমেছে দেশে। কেরল ছাড়া আপাতত বাকি দেশে সেই অর্থে সংক্রমণের ভয় কম। 

Find Out More:

Related Articles: