গণেশ চতুর্থীর দিন মনোনয়নপত্র জমা দিলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুর ২টো নাগাদ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন তিনি। তাঁর সঙ্গে ছিলেন মমতার চিফ ইলেকশন এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমের স্ত্রী এবং প্রযোজক নিশপাল সিং রাণে।আর এদিনই বিজেপি প্রার্থী ঘোষণা করল ভবানীপুর উপনির্বাচনের জন্য। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। 'ভোট পরবর্তী হিংসা' মামলাতে আইনজীবী হিসেবে লড়াই করেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tiberwal)।
এদিন প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী ইসমত হাকিম৷ এছাড়াও আরও দুই প্রস্তাবক ছিলেন দলের প্রাক্তন কাউন্সিলর বাবলু সিং এবং মীরজ শাহ৷ এদিন মমতার পাশে নিসপাল রানের উপস্থিতি অনেককেই অবাক করেছে। টলিউডের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠ যোগ নতুন নয়। এদিন নিসপালের পরিচয় দিতে গিয়ে মমতা জানান, ও অভিনেত্রী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানে৷ ভবানীপুরেই থাকে৷ যদিও ওয়াকিবহাল মহলের মত, ভবানীপুরে বিপুল সংখ্যক অবাঙালি এবং শিখ সম্প্রদায়ের মানুষ বাস করেন৷ এই ভোটারদের বার্তা দিতেও নিসপাল সিং রানেকে প্রস্তাবক করার কৌশল নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নিসপাল ভবানীপুর বিধানসভা এলাকার বাসিন্দা বলেই তাঁকে বেছেছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, গুজরাতি ভোট ব্যাঙ্কের হিসেব ধরতে ভবানীপুর এডুকেশন সোসাইটির প্রধান মীরজ শাহকে প্রস্তাবক করেছেন মমতা, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন হওয়ার কথা৷