গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপানি। তিনি বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে দলের 'কার্যকর্তাদের দায়িত্ব বদলে হয়। আমি দলের জন্য কাজ করতে চেয়েছিলাম। আমি BJP এর ন্যাশনাল প্রেসিডেন্টের অধীনে থেকে কাজ শুরু করব'। দীর্ঘদিন ধরেই বিজয় রুপানির পদত্যাগের খবর ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। সাংবাদিক বৈঠকে রূপাণী বলেন, ‘‘সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলায়। এ বার দায়িত্ব যাবে অন্য কারও কাছে। আমাকে দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।’’ আগামী বছর গুজরাতে বিধানসভা ভোট হওয়ার কথা। ইস্তফা দেওয়ার পরে রূপাণী বলেন, ‘‘নরেন্দ্র মোদীর নেতৃত্বেই বিজেপি গুজরাতে বিধানসভা ভোটে লড়বে।’’
ঠিক কী কারণে বিজয় রুপানি গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তা পরিষ্কার নয়। সূত্রের খবর, দলের অন্দরে কিছু সমস্যা হয়েছিল। যার জেরে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় এটা স্পষ্ট যে এই মুহূর্তে পদ্ম শিবির রাজ্য নেতৃত্ব নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ। যদি কোনও সমস্যার উদ্রেক হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা মিটিয়ে নিতে হবে। কর্ণাটক এবং উত্তরাখণ্ডেও একই ঘটনা দেখা গিয়েছে। ঠিক কী কারণে বিজয় রুপানি গুজরাটের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন তা পরিষ্কার নয়। সূত্রের খবর, দলের অন্দরে কিছু সমস্যা হয়েছিল। যার জেরে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনায় এটা স্পষ্ট যে এই মুহূর্তে পদ্ম শিবির রাজ্য নেতৃত্ব নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ। যদি কোনও সমস্যার উদ্রেক হয়, তাহলে সঙ্গে সঙ্গে তা মিটিয়ে নিতে হবে। কর্ণাটক এবং উত্তরাখণ্ডেও একই ঘটনা দেখা গিয়েছে।