নন্দীগ্রামে মমতার নির্বাচনী এজেন্ট সুফিয়ানকে CBI তলব

A G Bengali
নন্দীগ্রামের তৃণমূলের নেতা শুধুই নয়, জেলা তৃণমূলের সভাধিপতিও শেখ সুফিয়ান। দেবব্রত মাইতি খুনের তদন্তে মাসের গোড়াতে একাধিক বার নন্দীগ্রামে এসেছিল সিবিআই টিম। খোঁজ খবর নেওয়ার পর ওই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সুফিয়ানকে তলব করেছে সিবিআই। এমনটাই খবর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে। নন্দীগ্রামের তৃণমূলের নেতা শুধুই নয়, জেলা তৃণমূলের সভাধিপতিও শেখ সুফিয়ান। দেবব্রত মাইতি খুনের তদন্তে মাসের গোড়াতে একাধিক বার নন্দীগ্রামে এসেছিল সিবিআই টিম। খোঁজ খবর নেওয়ার পর ওই মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সুফিয়ানকে তলব করেছে সিবিআই। এমনটাই খবর কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে বুধবারও বীরভূমের ইলামবাজারের তৃণমূল দফতরে হানা দেয় সিবিআই-এর দল। জিজ্ঞাসাবাদ করা হয় ইলামবাজার তৃণমূলের ব্লক সভাপতি ফজরুল রহমান এবং ইলামবাজার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রবি মুর্মুকে। ভোটের পর মৃত্যু হয় ইলামবাজারের গোপালনগর গ্রামের গৌরব সরকার নামে এক বিজেপি কর্মী। ওই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে জোড়াফুল শিবির। ওই ঘটনায় পর পর তিন দিন, ইলামবাজার তৃণমূল কার্যালয়ে হানা দিল সিবিআই-এর দল।

উল্লেখ্য, দেবব্রত মাইতির খুনের তদন্তে গত ১ সেপ্টেম্বর থেকে দফায় দফায় নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় গিয়ে সন্দেহভাজনদের জেরা করে সিবিআই। গত ৩ মে নন্দীগ্রামের চিল্লা গ্রামের বাসিন্দা দেবব্রত মাইতিকে মারধর করা হয়ে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। ১৩ মে সেখানেই তাঁর মৃত্যু হয়। তদন্তে নেমে দেবব্রতর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করে সিবিআই।

Find Out More:

Related Articles: