প্রাক্তনের মন্তব্যে নতুন সভাপতি কি বললেন শুনুন

frame প্রাক্তনের মন্তব্যে নতুন সভাপতি কি বললেন শুনুন

A G Bengali
২০১৯ সালের নভেম্বর মাসে বিজেপি-র সদ্য প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেছিলেন, 'ভারতীয় গরুর বৈশিষ্ট হচ্ছে তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে, সেই জন্য দুধের রং একটু হলদে হয়৷ গরুর যে কুঁজ থাকে, তার মধ্যে স্বর্ণ নাড়ি থাকে৷ সেখানে সূর্যের আলো পড়লে তার থেকে সোনা তৈরি হয়৷ তাই জার্সি গরুর দুধ দিয়ে পুজো করা উচিত নয়৷' দিলীপ ঘোষের এই বক্তব্য নিয়ে সেই সময় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল৷ যদিও নিজের বক্তব্যেই অনড় থাকেন দিলীপ৷ পরবর্তী সময়েও রাজনৈতিক তর্কবিতর্কে দিলীপ ঘোষের গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব বার বার উঠে এসেছে৷

আর পূর্বসূরীর 'গরুর দুধে সোনা' মন্তব্যের ব্যাখা দিলেন বিজেপি-র নবনিযুক্ত রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বললেন, 'দিলীপ ঘোষের মন্তব্য অতিরঞ্জিত করেছে বিরোধীরা'। জল্পনা ছিলই। একুশের ভোটের পর এবার বড়সড় রদবদল ঘটে গেল রাজ্যে বিজেপিতে। সভাপতি পদ থেকে সরলেন দিলীপ ঘোষ। তাঁর বদলে দায়িত্ব দেওয়া হল বালুরঘাটর সাংসদ সুকান্ত মজুমদারকে। বিজ্ঞপ্তি জারি করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। দায়িত্ব নেওয়ার পর কলকাতায় সাংবাদিক বৈঠকে করলেন নবনিযুক্ত রাজ্য সভাপতি। তাঁর কথায়, 'একটা খাবার খেলে আয়রণ বাড়ে। তার মানে এই নয় যে, আয়রণ দিয়ে টিএমটি বার বানিয়ে আপনি বাড়ি বানাবেন। সোনা পাওয়া যায় মানে গয়না বানানো যায়, এমন নয়। মিলিকিউলার লেভের কথা বলেছিলেন দিলীপদা। অতিরঞ্জিত করে আমাদের যারা রাজনীতির বিরোধী, তারা অন্যভাবে প্রকাশ করেছেন। বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল'।

Find Out More:

Related Articles:

Unable to Load More