গত ছয় মাসে সর্বনিম্ন করোনা অ্যাক্টিভ কেস

A G Bengali
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকে বুধবারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৩৩ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৭৮ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৯ হাজার ৫৩৮ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লক্ষ ৭১ হাজার ৮৮১।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭। যা গত সাড়ে ৬ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩১ লক্ষ ৭৫ হাজার ৬৫৬ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৭৭০ জন।

গত এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে থাকায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ছ’হাজারের বেশি। এর জেরে আড়াই লক্ষের নীচে নামল সক্রিয় রোগীর সংখ্যা। এ বছর ১৭ মার্চ শেষ বার সক্রিয় রোগী ছিল আড়াই লক্ষের নীচে। অতিমারির দ্বিতীয় ঢেউ দেশ জুড়ে আছড়ে পড়তেই তা বাড়তে শুরু করে। সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই ফের কমছে তা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৪৬ হাজার ৬৮৭ জন। দৈনিক আক্রান্ত দেশের মধ্যে সবথেকে বেশি কেরলে। তবে গত দু’দিন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নেমেছে দক্ষিণের এই রাজ্যে। মহারাষ্ট্রেও আড়াই হাজারের নীচে রয়েছে আক্রান্ত। তামিলনাড়ুতে তা দেড় হাজারের আশপাশে থাকলেও কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে তা হাজারের নীচে নেমেছে। তবে মিজোরামের অবস্থা এখনও একই রকম। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৪৭১।

Find Out More:

Related Articles: