রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬০৬ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত কলকাতায়, ১৪৫ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ১৬৬। তার পরেই উত্তর ২৪ পরগনা। রাজ্যের সবচেয়ে জনবহুল গত ২৪ ঘণ্টায় ১২৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তৃতীয়, চতুর্থ এবং স্থানে আছে যথাক্রমে হাওড়া, নদিয়া এবং দক্ষিণ ২৪ পরগনা। ওই তিন জেলায় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৪৮, ৪৩ এবং ৪২ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৭৬ হাজার ৯৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৬৪৯।
অন্যদিকে, উৎসবের দিনগুলোর কথা মাথায় রেখে সতর্ক প্রশাসন। জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। বিশেষ করে দুষ্কৃতী হানার বিষয়ে সতর্ক থাকতে ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। একইসঙ্গে কোভিড বিধির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশিকা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কড়া হাতে তার মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।উৎসবের দিনগুলোর কথা মাথায় রেখে সতর্ক প্রশাসন। জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদি। বিশেষ করে দুষ্কৃতী হানার বিষয়ে সতর্ক থাকতে ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। একইসঙ্গে কোভিড বিধির ক্ষেত্রে হাইকোর্টের নির্দেশিকা যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, সেই বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কড়া হাতে তার মোকাবিলা করতে নির্দেশ দেওয়া হয়েছে।