কলকাতা ও হাওড়া নিয়ে উদ্বেগ

frame কলকাতা ও হাওড়া নিয়ে উদ্বেগ

A G Bengali
রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব আর্তি আহুজা রাজ্যে করোনার সংক্রমণের হারের বাড়বাড়ন্তের কথা উল্লেখ করে কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলেছেন। খতিয়ে দেখতে বলেছেন করোনা মোকাবিলা সংক্রান্ত ব্যবস্থাপনা। চিঠিতে আরও বলা হয়েছে, রাজ্যে প্রতি সপ্তাহেই এখন করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। সপ্তাহভিত্তিক প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণের হার। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম সরকারকেও চিঠি দিয়েছে কেন্দ্র। অসমের ক্ষেত্রে বরপেটা ও কামরূপ জেলায় করোনায় সংক্রমণের হার উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে।


অন্যদিকে, শুক্রবারও প্রায় এই সংখ্যক ব্যক্তিই আক্রান্ত হয়েছিলেন দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪২ লক্ষ ৬০ হাজার ৪৭০ জন। আক্রান্তের সংখ্যা প্রায় একই থাকলেও শুক্রবারের তুলনায় শনিবার কমেছে দৈনিক মৃত্যু। তবুও তা ৫০০-র বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৫৪৯ জন। এই আক্রান্তের সিংহভাগই কেরলে। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭১ জন। গত ক’দিন ধরেই কেরলে দৈনিক মৃত্যু থাকছে অনেক বেশি। পুরনো মৃত্যুর হিসাব যোগ করাতেই সেখানে দৈনিক মৃত্যুর সংখ্যা এতটা বেড়ে গিয়েছে। যদিও দেশের বাকি রাজ্যগুলিতে নিয়ন্ত্রণেই রয়েছে কোভিডের জেরে মৃত্যু। দেশের অধিকাংশ রাজ্যেই উন্নতি হয়েছে সংক্রমণ পরিস্থিতির। কেরলে আট হাজারের নীচে, মহারাষ্ট্রে দেড় হাজারের নীচে, তামিলনাড়ুতে হাজারের আশপাশে নেমেছে দৈনিক সংক্রমণ। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশেও ৫০০-র নীচে নেমেছে তা। তবে দুর্গাপুজোর পর পশ্চিমবঙ্গে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত কয়েক দিন ধরেই রাজ্যে আক্রান্ত হচ্ছেন ৯০০-র বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৮২ জন।

Find Out More:

Related Articles:

Unable to Load More