বিধানসভা ভোটের পর থেকে ভাঙন অব্যাহত গেরুয়াশিবিরে। রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনেও এবার মুখ থুবড়ে পড়ল বিজেপি। হাতছাড়া হয়ে গেল নদিয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা কেন্দ্র। দিনহাটায় রেকর্ড ভোটে জিতলেন বিধানসভা ভোটে তৃণমূলের পরাজিত প্রার্থী উদয়ন গুহ। এমনকী, শান্তিপুর বাদে বাকি তিন কেন্দ্র, দিনহাটা- গোসাবা-খড়দহে জামানত বাজেয়াপ্ত হল বিরোধীদের। সেই সঙ্গে চার কেন্দ্রে উপনির্বাচনে 'অভাবিত সাফল্যে'র জন্য তৃণমূলকে (TMC) অভিনন্দন জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সঙ্গে প্রশ্নও তুললেন, 'এই ব্যবধান কি মানুষের মতের প্রতিফলন? কী আবহে ভোট হয়েছে, সবাই দেখেছে'। দিলীপ ঘোষের (Dilip Ghosh) প্রতিক্রিয়া, 'তৃণমূল একশো শতাংশ ভোট পেলেও অবাক হব না। সব ভোট লুঠের নেওয়ার ক্ষমতা আছে তৃণমূলের'।
অন্যদিকে, বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক ৬ মাসের মাথায় উপনির্বাচনে ৪-এ ৪। ছত্রখান বিরোধী শিবির। জয়জয়কার তৃণমূলের। গণনার শুরু থেকেই লাফিয়ে লাফিয়ে ব্যবধান বাড়াতে থাকেন ৪ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। গোসাবা, দিনহাটায় গণনার মাঝ পথেই তৃণমূলের সঙ্গে নিকটতম দ্বিতীয়ের ব্যবধান এক লক্ষ ছাড়িয়ে যায়। খড়দহ কেন্দ্রেও বিজেপি-সিপিএমকে পিছনে ফেলে এগিয়ে যান শোভনদেব। অর্থাৎ ৪ কেন্দ্রেই বিপুল ভোটে তৃণমূলের জয় এখন কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে। এই আবহে টুইট এল কালীঘাট থেকে। দলের বিপুল জয়ের কাঁধে চেপে আগামী দিনে বাংলাকে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করেছেন দলনেত্রী। নেত্রীর শুভেচ্ছা পাওয়ার পর জয়োল্লাসে মেতেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা।