কমছে ভোজ্য তেলের দাম

A G Bengali
দীপাবলিতে ভোজ্য তেলের দাম প্রতি কেজিতে কমবে ৩-৫ টাকা। এমনটাই জানিয়েছে ভোজ্য তেল উত্পাদনকারী সংস্থাগুলির সংগঠন এসইএ। ভোজ্য তেলের বিপুল দামে রাশ টানতে আগেই পদক্ষেপ নিয়েছিল কেন্দ্রীয় সরকার। এতে গত ৩১ অক্টোবর প্রতি কেজি পাম ওয়েলে দাম কমেছিল ২১.৫৯ শতাংশ। পাম ওয়েলার দাম প্রতি কেজিতে ১৬৯.৬ টাকা কমে হয়েছিল ১৩২.৯৮ টাকা। দাম কমেছিল সোয়াবিন তেলেরও।  প্রতিকেজি সোয়াবিন তেলের দাম ১৫৫.৬৫ টাকা থেকে কমে হয়েছিল ১৫৩ টাকা প্রতি কেজি। তবে বাদাম, সরষে ও সূর্যমুখী তেলের দামে কোনও নড়চড় হয়নি।  কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুয়ায়ী অক্টোবরের ৩১ তারিখ পর্যন্ত বাদাম তেলের দাম ছিল ১৮১.৯৭ টাকা, সরষের তেলের দাম ছিল ১৮৪.৯৯ টাকা ও সূর্যমূখী তেলের দাম ছিল ১৬৮ টাকা প্রতি কেজি। এবার তা কমবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, কলকাতায় জন্ম, বেড়ে ওঠা তাঁর। বর্তমানে গোয়ার বাসিন্দা লিয়েন্ডার পেজ। টেনিসের লন ছেড়ে সদ্য যোগ দিয়েছেন রাজনীতিতে। গোয়া সফররত তৃণমূল নেত্রী নিজে তাঁর হাতে তুলে দিয়েছেন ঘাসফুল পতাকা। কিন্তু আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন টেনিস তারকার রাজনৈতিক লক্ষ্য কী? সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে পেজ জানিয়েছেন নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবনা এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর মনোভাব। জানিয়েছেন, তিনি বরাবরই চাইতেন দেশের সেবা করতে। খেলা ছাড়ার পর রাজনীতিতে নামার প্রস্তাব আসতে তাই সাগ্রহে রাজি হয়ে যান।

Find Out More:

Related Articles: