কালীপুজোর ভোরে ঠান্ডা হিমেল হাওয়ায় টের পাওয়া যাচ্ছে, শীত আসা এখন কেবল সময়ের অপেক্ষা৷ উৎসব আবহে ঠাণ্ডা থাকলেও এখনই জাঁকিয়ে শীত পড়ছে না রাজ্যে। কবে থেকে কনকনে ঠাণ্ডায় কাঁপবে বাংলা। এখনও সেই পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর৷ বর্ষা বিদায়ের পর থেকেই রাজ্যে শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তবে এবার থেকে কমবে তাপমাত্রার পারদ। গত কয়েকদিন ধরেই কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা, অনুভূত হতে শুরু করেছে শীতল হাওয়া। আপাতত এই আমেজই থাকবে বাংলায়।
অন্যদিকে, দেশের দৈনিক কোভিড সংক্রমণ বুধবারের তুলনায় হাজার খানেক বাড়ল বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৮৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ২১ হাজার ২৫ জন। দৈনিক আক্রান্ত কমলেও দেশে দৈনিক মৃত্যু ততটা কমেনি। গত ২৪ ঘণ্টাতেও ৪৬১ জনের মৃত্যু হয়েছে দেশে। তবে এই মৃত্যুর অধিকাংশটাই হয়েছে কেরলে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৩৬২ জনের মৃত্যু হয়েছে। যদিও দেশের অধিকাংশ রাজ্যেই নিয়ন্ত্রণে রয়েছে মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমতে শুরু করার পর থেকেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে বৃহস্পতিবার তা দেড় লক্ষের নীচে নেমেছে। এ বছর ২১ ফেব্রুয়ারি শেষ বার দেশে সক্রিয় রোগী ছিল দেড় লক্ষের কম। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার ৫৭৯ জন।