ডেউচা পাচামি প্রকল্প নিয়ে মমতার সরকার কোনও জেদাজেদিতে যাবে না

A G Bengali
২ বছর পর রাজ্যে বানিজ্য সম্মেলন হতে চলেছে। শিল্প আনতে মমতা সরকার সবরকম চেষ্টা চালাচ্ছে। এ অবস্থায় আরও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ডেউচা পাচামি প্রকল্প নিয়ে মমতার সরকার কোনও জেদাজেদিতে যাবে না, বরং সকলে আস্থা অর্জন করেই শিল্প স্থাপনে উদ্যোগী হবে। মঙ্গলবার বিধানসভায় রাজ্যে শিল্প স্থাপন নিয়ে বক্তৃতায় মমতা টেনে আনেন বামফ্রন্ট সরকারের আমলে ঘটে যাওয়া সিঙ্গুর প্রসঙ্গ। মমতা বলেন, ‘‘এখানে সিঙ্গুরের মতো জেদাজেদি হবে না। সকলের আস্থা অর্জন করেই শিল্প স্থাপনের কাজ হবে। রাজ্য সরকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করেছে তারপর কারও কোনও বক্তব্য থাকলে তা শোনা হবে। এখানে কোনও ইগোর ব্যাপার নেই। প্রকল্প রূপায়িত হলে বিদ্যুতের দাম কমে যাবে। রাজ্যের মানুষের সুবিধা হবে।’’

অন্যদিকে, শীতের আমেজের আজই শেষদিন। আগামী কয়েকদিন চলবে মেঘের আনাগোনা। আর তাতেই বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ দিন প্রচুর জলীয় বাষ্পের হাত ধরে দিন ও রাতের তাপমাত্রা একটু একটু করে বাড়ার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকেই মেঘমুক্ত পরিস্কার আকাশের পরিবর্তে আংশিক মেঘলা থাকবে আকাশ। ১৩ ও ১৪ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় উপকূল এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে বলেই জানা গেছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০.৪ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯.৭ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম থাকবে। আন্দামানে তৈরি হওয়া নিম্নচাপের ফলে আবহাওয়ার এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে। যার ফলে পশ্চিমবঙ্গে শীতের আগমন অন্তত পাঁচদিন পিছিয়ে গেল বলেই মনে করা হচ্ছে এবং পাকাপাকিভাবে এই রাজ্যে শীত আসার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরের ১৫ তারিখের পরে।

Find Out More:

Related Articles: