কোভিড সংক্রমণ বুধবার থাকল ১০ হাজারের ঘরেই

A G Bengali
মঙ্গলবারের থেকে কিছুটা বাড়লেও করোনায় দৈনিক সংক্রমণ ১০ হাজারের ঘরেই রয়েছে। যতদিন যাচ্ছে করোনার ওঠা-নামা চলার মাঝেই কিছুটা স্বস্তিও দিচ্ছে করোনার গ্রাফ। তবে পুরোপুরি স্বস্তি এখনও মিলছে না। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৯৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৮। আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুও বেড়েছে মঙ্গলবারের তুলনায়।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩০১ জনের। তার মধ্যে ২১০ জনই কেরলের। মহারাষ্ট্রে ৩৪, তামিলনাড়ুতে ১৫ এবং পশ্চিমবঙ্গে ১৪ রয়েছে মৃতের সংখ্যা। বাকি সব রাজ্যে তা ১০-এর কম। অক্টোবরের শুরু থেকেই দেশের দৈনিক আক্রান্ত রয়েছে ২০ হাজারের নীচে। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসতেই দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা কমেছে ২ হাজার ২৩৮। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ১ লক্ষ ২৮ হাজার ৫৫৫ জন। এ বছর দেশে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আগে ১.৩৫ লক্ষে নেমেছিল সক্রিয় রোগীর সংখ্যা। তার পর মে মাসে তা ৩৭ লক্ষ ছাড়িয়েছিল। সেখান থেকে কমতে কমতে ১.৩০ লক্ষের নীচে নামল সক্রিয় রোগী।

অন্যদিকে, করোনার আতঙ্ক কাটিয়ে পূর্ববর্তী অবস্থায় ফিরছে ভারতীয় রেল। স্পেশ্যাল ট্রেনগুলোকে বদলে যাত্রীবাহী প্যাসেঞ্জার ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সূত্রের খবর, এর ফলে একধাক্কায় কমতে পারে প্রায় ১৭০০টি ট্রেনের ভাড়া। আর ইতিমধ্যেই রাজ্যে চালু হয়ে গিয়েছে লোকাল ট্রেন।

Find Out More:

Related Articles: