ক্রিপ্টোকারেন্সি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

frame ক্রিপ্টোকারেন্সি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

A G Bengali
ক্রিপ্টোকারেন্সি নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুল হাতে পড়লে ক্রিপ্টোকারেন্সি যে দেশের বড় ক্ষতি করতে পারে, তা-ও মনে জানালেন মোদী। ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদী ও সংসদীয় কমিটি। সেখানে অনেকেরই মতে, নিষেধাজ্ঞা আরোপ না করে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ন্ত্রণের আওতায় আনা হোক। যদিও এ বিষয়ে উল্টো সুরই শোনা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের গলায়। ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে কেন্দ্রের দৃষ্টিভঙ্গি কী হতে পারে, তা নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী মোদী ও সংসদীয় কমিটি। সেখানে অনেকেরই মতে, নিষেধাজ্ঞা আরোপ না করে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ন্ত্রণের আওতায় আনা হোক। যদিও এ বিষয়ে উল্টো সুরই শোনা গিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের গলায়। তাঁর মতে, বিষয়টি যথেষ্ট ‘গভীর’।


অন্যদিকে, স্কুলে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি কর্মী নিয়োগ (Group D Recruitment) মামলায় নয়া মোড়। শুনানি চলাকালীন আদালত কক্ষে একে অপরকে দোষারোপ করল এসএসসি (SSC) ও মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এই মামলায় বোর্ডকেও যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, কোথা থেকে নিয়োগের সুপারিশ পেল বোর্ড? আগামী সোমবার হলফনামা দিয়ে তা জানাতে হবে বোর্ড সভাপতিকে। শুধু তাই নয়, সংরক্ষণ করতে হবে সব নথিও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'স্কুল সার্ভিস কমিশনের জন্য় ক্ষতিকারক সওয়াল করেছে মধ্যশিক্ষা পর্ষদ'।

Find Out More:

Related Articles:

Unable to Load More