বাংলার কাশ ফুলকে তুলোর বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কি না ভেবে দেখতে বললেন মুখ্যমন্ত্রী

A G Bengali
হাওড়ায় বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক ছিল মমতার। সেখানই এই প্রস্তাব ভেবে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত এক প্রশাসনিক কর্তাকে মমতা বলেন, ‘‘আমার একটি আইডিয়া আছে। এই যে কাশ ফুল হয় বাংলায়। দেখবে পুজোর এক মাস আগে থেকে শুরু হয় তার পর আর এক মাস। এই কাশফুল উড়ে চলে যায় কোনও কাজে লাগে না। এই কাশফুল দিয়ে বালিশ এবং বালাপোষ তৈরি হতে পারে দারুণ ভাল। এবং ওই বালিশ তো লোকে অনেক দাম দিয়েও কিনতে চাইবেন যাঁদের ক্ষমতা আছে। সুতরাং ওই কাশফুলটাকে তোমরা কী ভাবে ব্যবহার করতে পার দেখ তো!’’

অন্যদিকে, স্কুলে চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি কর্মী নিয়োগ (Group D Recruitment) মামলায় নয়া মোড়। শুনানি চলাকালীন আদালত কক্ষে একে অপরকে দোষারোপ করল এসএসসি (SSC) ও মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এই মামলায় বোর্ডকেও যুক্ত করার নির্দেশ দিল হাইকোর্ট (Calcutta High Court)। আদালত জানিয়েছে, কোথা থেকে নিয়োগের সুপারিশ পেল বোর্ড? আগামী সোমবার হলফনামা দিয়ে তা জানাতে হবে বোর্ড সভাপতিকে। শুধু তাই নয়, সংরক্ষণ করতে হবে সব নথিও। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'স্কুল সার্ভিস কমিশনের জন্য় ক্ষতিকারক সওয়াল করেছে মধ্যশিক্ষা পর্ষদ'। ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। সেবার রাজ্যের বিভিন্ন স্কুলের চতুর্থ শ্রেণি বা গ্রুপ ডি পদে ১৩ হাজার কর্মী নিয়োগ করা হয়। সেই প্যানেলের মেয়াদও শেষ হয়ে গিয়েছে ২০১৯ সালে। তাহলে? অভিযোগ, মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন বহু কর্মপ্রার্থী। এখনও পর্যন্ত ২৫ জনকে নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য সামনে এসেছে। ইতিমধ্যেই তাঁদের বেতন বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

Find Out More:

Related Articles: