স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে করোনার এই নতুন রূপে জিনের চরিত্রবদলকে ‘খুব বিরল সমাবেশ’ বলে উল্লেখ করা হয়েছে। রাজ্যগুলিকে দেওয়া কেন্দ্রের ওই চিঠিতে লেখা, ‘করোনার এই নতুন রূপ বহু বার জিনের বিন্যাস বদলেছে। আন্তর্জাতিক যাত্রা, ভিসার কড়াকড়ি এখন অনেকটাই শিথিল করা হয়েছে। এই পরিস্থিতিতে ভাইরাসের নতুন রূপ জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।’
পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১১৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ৪৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৫৫ হাজার ৪৩১। এখন সক্রিয় রোগীর হার ০.৩২ শতাংশ। অন্যদিকে, বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫১ লক্ষ ৮০ হাজার ৯৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৯৯ লক্ষ ৩৬ হাজার ৬৬৬। নয়া প্রজাতি নিয়ে আশঙ্কা বেড়েছে। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা ও হংকংয়ে মিলল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। আর ভাইরোলজির পরিভাষায় যার নাম B.1.1.529। ৩০ বারেরও বেশি স্পাইক প্রোটিন বদলে করোনা ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্ট তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।