আগামী বছর গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগে ঘর গোছানো শুরু করেছে তৃণমূল। ইতিমধ্যেই গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। এ ছাড়া প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও কংগ্রেস নেত্রী নাসিফা আলিও তৃণমূলে যোগ দিয়েছেন মমতার প্রথম গোয়া সফর চলাকালীন। এই পরিস্থিতি আলেমাও যোগ দেওয়ার ফলে তৃণমূল শিবিরের শক্তি বাড়বে—এমনটাই মনে করেছ দল। কারণ, গোয়ার রাজনীতিতে চার্চিলের প্রভাব যথেষ্ট। সে প্রভাবও বিধানসভা ভোটে কাজে লাগবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগেও আলেমাও তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়ে হাত ধরে। ২০১৪ সালে তৃণমূলে প্রার্থীও হয়েছিলে। সে বার তিনি হেরেছিলেন। এর পর তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন শরদ পওয়ারের এনসিপি-তে।
অন্যদিকে, শেষ কিছুদিনে শীতের দেখা মিলছিল না খুব বেশি। প্রথবে জাওয়াদ এবং পরবর্তীকালে অন্ধ্র উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে উত্তুরে হাওয়া সেভাবে প্রবেশ করতে পারেনি রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, জলীয়বাষ্প এবং মেঘলা আকাশই ঠাণ্ডার ক্ষেত্রে মূল বাধা হয়ে দাঁড়ায়। আবহাওয়া দপ্তরের তরফে জানা গেছে মহানগরে এরপর থেকে ঠাণ্ডার প্রকোপ বাড়বে। আগামি এক-দুই দিন তাপমাত্রা এরকমই থাকলেও তারপরে আরও কমবে বলেই জানা গেছে। ডিসেম্বর মাসের দ্বিতীয়ভাগে শহরবাসী পেতে চলেছে ঠাণ্ডার আমেজ। আগামি এক-দুই দিন তাপমাত্রা এরকমই থাকলেও তারপরে আরও কমবে বলেই জানা গেছে। ডিসেম্বর মাসের দ্বিতীয়ভাগে শহরবাসী পেতে চলেছে ঠাণ্ডার আমেজ।