ছোট্ট ৭ বছরের শিশু সহ নিখোঁজ একই পরিবারের দুই গৃহবধূ

frame ছোট্ট ৭ বছরের শিশু সহ নিখোঁজ একই পরিবারের দুই গৃহবধূ

A G Bengali
জানা গিয়েছে, বালির আনন্দনগর লোকনাথ মন্দির এলাকার বাসিন্দা কর্মকার পরিবারের দুই বউ, অনন্যা কর্মকার (বড় বউ) ও রিয়া কর্মকার (ছোট বউ) বাড়ির একমাত্র খুদে সদস্য আয়ুষ কর্মকারকে নিয়ে মার্কেটিং করতে যাওয়ার উদ্দেশে বুধবার, ১৫ ডিসেম্বর বাড়ি থেকে বের হন। বালি থেকে শ্রীরামপুরে মার্কেটিং করতে আসার জন্য বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপর দুপুর ৩টে থেকেই তাঁদের সঙ্গে ফোনে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোন করলেই মোবাইলটি সুইচড অফ বলতে থাকে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও, আর কেউ বাড়ি ফেরেননি। স্থানীয় নিশ্চিন্দা থানায় পরিবারের তিন সদস্যের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রীরামপুর থানা সূত্রে জানা গিয়েছে, ১৫ তারিখ তাঁদের শেষ লোকেশন পাওয়া গিয়েছে শ্রীরামপুরে। তার পর থেকেই ফোন বন্ধ হয়ে যায়। টাওয়ার লোকেশন খতিয়ে দেখছে পুলিশ।


৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কারও কোনও খোঁজ মেলেনি। শাশুড়ি মিতা কর্মকার জানিয়েছেন, ছোট্ট নাতিকে নিয়ে ২ বউমা কোথায় 'হারিয়ে' গেলেন, সেটাই কূলকিনারা করতে পারছেন না তাঁরা। আয়ুষের বাবা, কর্মকার বাড়ির ছোট ছেলে প্রভাত কর্মকার জানিয়েছেন, সমস্ত আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করা হয়েছে। কিন্তু পরিচিত কারও বাড়িতেই যাননি তাঁরা। এই পরিস্থিতিতে স্থানীয় নিশ্চিন্দা থানায় 'মিসিং ডায়েরি' করেছেন বাড়ির লোকেরা। আয়ুষের বাবা, কর্মকার বাড়ির ছোট ছেলে প্রভাত কর্মকার জানিয়েছেন, সমস্ত আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করা হয়েছে। কিন্তু পরিচিত কারও বাড়িতেই যাননি তাঁরা। এই পরিস্থিতিতে স্থানীয় নিশ্চিন্দা থানায় 'মিসিং ডায়েরি' করেছেন বাড়ির লোকেরা। 



Find Out More:

Related Articles:

Unable to Load More