কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রিতে

A G Bengali
আজ মরশুমের শীতলতম দিন। গত সপ্তাহ থেকে শুরু হয়েছিল পারদপতন। এ সপ্তাহেও তা অব্যাহত। গত দু'দিনের থেকে সোমবার তাপমাত্রার উল্লেখযোগ্য পতন হয়েছে। মহানগরীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের থেকে অনেকটাই কম। এর জেরে গত সপ্তাহের পরিসংখ্যান পিছনে ফেলে সোমবারই হল যে মরসুমের শীতলতম দিন। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ থাকবে পরিষ্কার। রৌদ্রোচ্ছল আবহাওয়াই থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা কমে হবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম। এ মরসুমে এই প্রথম মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে।

অন্যদিকে, রবিবার কলকাতা পুরসভা ভোটে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বোমাবাজির ঘটনা ঘটে। শিয়ালদহ ও বেলেঘাটায় বোমাবাজি হয়। টাকি বয়েজ স্কুলের সামনে বোমাবাজিতে জখম হন ২ জন। একজন পা হারান। ছাপ্পা ভোটেরও অভিযোগ ওঠে। বিরোধীরা শাসকদলের বিরুদ্ধে পোলিং এজেন্ট বসতে 'বাধা' দেওয়ার অভিযোগ করে। মারধরের অভিযোগ করে। এমনকি জোড়াসাঁকোতে ২২ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতের ব্লাউজ, শাড়ি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এলএলএ হস্টেলে 'তালাবন্দি' করে রাখার অভিযোগ ওঠে একদল বিজেপি বিধায়ককে। এই পরিস্থিতিতে বিরোধীরা পুরভোটে পুনর্নির্বাচনের দাবিতে সরব হয়। কিন্তু বিরোধীদের দাবি খারিজ করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু বিরোধীদের দাবি খারিজ করে দেয় রাজ্য নির্বাচন কমিশন। 

Find Out More:

Related Articles: