জয়ের সংবাদ নিশ্চিত হতেই ‘দিদি’র পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ দেন ৭৩ নম্বর ওয়ার্ডের ভাবী কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। ভ্রাতৃবধূ প্রার্থীকে আশীর্বাদ করে এগিয়ে যাওয়ার কথা বলেন মমতা। এরপরেই কাঙ্ক্ষিত জয়ের খবর এসে পৌঁছয় কালীঘাটের বাড়িতে। জানানো হয়, ৬,৪৯৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী কাজরী। কলকাতা পুরসভায় প্রার্থীদের জয় নিশ্চিত হতেই ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবন থেকে অসমের উদ্দেশে রওনা দেন মমতা। মাঝে কালীঘাট মোড়ে নেমে জয় নিয়ে প্রতিক্রিয়াও জানিয়ে যান তিনি। সেই সময়ও কাজরীও ছিলেন মমতার পাশেই। মুখ্যমন্ত্রী কালীঘাট ছাড়তেই কাজরী চলে যান ৭৩ নম্বর ওয়ার্ড তৃণমূলের অফিসে। সেখানে কর্মীরা আগে থেকেই সবুজ আবীরে স্নাত হয়ে পালন করছিলেন বিজয় উৎসব। সেখানেই কর্মীদের সঙ্গেই বিজয়োৎসবে শামিল হন তিনি।
অন্যদিকে, পুরসভা নির্বাচনে রীতিমতো রেকর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস। প্রায় ১৩ শতাংশ ভোট বৃদ্ধি করে ছোট লালবাড়ি দখল করতে চলেছে ঘাসফুল শিবির। বিধানসভা ভোটের হিসেবে, কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ড অঞ্চলে তৃণমূলের ভোট ছিল ৫৯.০৩ শতাংশ। সেখানে বিজেপির ভোট ছিল ৩২.৯২ শতাংশ। কলকাতা পুরভোটের ফলাফলের ট্রেন্ডে দেখা গেছে তৃণমূলের ভোট বেড়ে হয়েছে ৭১ শতাংশ এবং বিজেপির ভোট কমে হয়েছে ৮.৯ শতাংশ। অর্থাৎ বিজেপি-র ভোট কমেছে প্রায় ২৩ থেকে ২৪ শতাংশ। এই ২৩ থেকে ২৪ শতাংশ ভোটের একটা সিংহভাগ অংশ তৃণমূলের দিকে গেলেও একটি উল্লেখযোগ্য অংশ এসেছে বামেদের দিকে। ফলত বামেদের ভোট শতাংশ ৪ থেকে বেড়ে হয়েছে ১১.৪ শতাংশ।