কয়েকদিন জাঁকিয়ে ব্যাটিং করেছে শীত, এবার বাড়তে শুরু করল তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বড়দিনে কমতে পারে শীতের আমেজ। মূলত, উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় ফের ঊর্ধ্বমুখী হয়েছে পারদ। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বাড়ল। তবে সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কমল। ফলে শীতের আমেজ কিছুটা বজায় রইল শহরে। আগামি পাঁচ দিন একটু একটু করে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে, এমনই জানান হয়েছে। যার ফলে বড়দিন থেকে শীতের আমেজ অনেকটাই কমবে। তবে ঝঞ্ঝা বিদায় নিলে বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তার হাত ধরে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা। তবে দিনের তাপমাত্রা খুব একটা বাড়বে না। আনুষঙ্গিক বেশ কিছু কারণেও তাপমাত্রার এই সাময়িক উত্থান হয়েছে। যদিও একে শীতের বিদায় বলতে রাজি নন আবহাওয়াবিদরা।
বুধবারই মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘর থেকে বেড়ে ১৩ ডিগ্রির ঘরে পৌঁছেছিল। বৃহস্পতিবার তা প্রায় একই রয়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। পাশাপাশি মহানগরীর আকাশও পরিষ্কারই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহবিদেরা জানিয়েছেন, কাশ্মীরে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তার জেরে সেখানে বৃষ্টি এবং তুষারপাত হবে। তাপমাত্রা বাড়ছে পঞ্জাব, হরিয়ানাতেও। ঝঞ্ঝা এলে উত্তুরে হাওয়া বাধা পায়। তার জেরে মধ্য এবং পূর্ব ভারতে ঠান্ডা কমে। এর ফলে বাংলাতেও শীতের কনকনানি আগামী কয়েক দিনে কমে যাবে। তবে ঝঞ্ঝা বিদায় নিলে উত্তুরে হাওয়া বাধাহীনভাবে বইতে শুরু করবে। তখন তাপমাত্রা ফের কমতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।