২২ জানুয়ারি ৪ পুরনিগমে (Corporations) ভোট। ২৫ জানুয়ারি ফলাফল ঘোষণা। বিধাননগর, শিলিগুড়ি, চন্দননগর এবং আসানসোল কর্পোরশনে (Corporations) ভোটের দিন ঘোষণা। হাওড়া কর্পোরেশন (Howrah Corporations ) নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায়, হাওড়া পুরনিগমে ভোটের দিন ঘোষণা করেনি কমিশন। সোমবার থেকেই লাগু হবে আদর্শ আচরণবিধি। ২৮ ডিসেম্বর থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে। ৩ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ৪ জানুয়ারি মনোনয়ন স্ক্রুটিনির দিন। ৬ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২২ জানুয়ারি রাজ্যের ৪টি কর্পোরেশনে ভোট। ২৫ জানুয়ারি ফলাফল ঘোষণা। কমিশন জানিয়েছে, রাজ্যের সঙ্গে আলোচনা করেই ভোটের দিন ঘোষণা। সমস্ত বুথে থাকবে সিসি ক্যামেরা থাকবে। ৪ জানুয়ারি আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক হবে। এরপরই কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন।
অন্যদিকে, চণ্ডীপড়ের পুরভোটে বড় ধাক্কা খেল ক্ষমতাসীন বিজেপি। ২০১৬ সালে কেন্দ্রশাসিত ওই অঞ্চল নিয়ে গঠিত পুরসভার ২৬টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে জিতেছিল তারা। এ বার ওয়ার্ড সংখ্যা বেড়ে ৩৫ হলেও পদ্ম-শিবিরের ঝুলিতে মাত্র ১২। অন্য দিকে, প্রথম বার লড়েই চণ্ডীগড়ে চমকপ্রদ ফল করেছে আম আদমি পার্টি (আপ)। ভোট হওয়া ৩৫টি ওয়ার্ডের মধ্যে অরবিন্দ কেজরীবালের দল জিতেছে ১৪টিতে। বিদায়ী পুরবোর্ডের শাসকদল বিজেপি জিতেছে ১২টিতে। কংগ্রেস ৮ এবং শিরোমণি অকালি দল ১টি ওয়ার্ডে জয় পেয়েছে। কেজরীবাল ভোটের ফল প্রকাশের পর টুইটারে লিখেছেন, ‘‘চণ্ডীগড়ের পুরভোট আম আদমি পার্টির এই জয় পঞ্জাবে পরিবর্তনের ইঙ্গিত।’