শহরের ২৫টি জায়গাকে মাইক্রো কনটেন্টমেন্ট জোন

A G Bengali
করোনা সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কলকাতায় কোথায় কোথায় হবে কনটেন্টমেন্ট জোন? এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হয় পুরসভায় (KMC)। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) জানান, 'শহরের ২৫ জায়গায়, সেখানে ৪-৫ জনের বেশির আক্রান্ত, সেখানে মাইক্রো কনটেন্টমেন্ট জোন করা হবে। বেশ কিছু ফ্ল্যাট আছে, সেখানেও আমরা মাইক্রো কনটেন্টমেন্ট জোন করছি। সেখানে কিন্তু আমাদের নজর থাকবে, ফ্ল্যাট থেকে কেউ বেরোচ্ছেন কিনা, লিফটে স্যানিটাইজেশন করা হচ্ছে কিনা'।

অন্যদিকে, রাজ্য সরকার রবিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, ৩ জানুয়ারি সোমবার থেকে সন্ধ্যা ৭টার পরে লোকাল চলবে না। এ নিয়ে যাত্রী থেকে রেল, সকলেই বিভ্রান্তিতে ছিলেন। পূর্ব রেল জানিয়েছিল, সন্ধ্যা ৭টায় দিনের শেষ লোকাল ট্রেন ছাড়বে। অন্য দিকে, দক্ষিণ-পূর্ব রেলের বক্তব্য ছিল, ৭টার মধ্যে সব লোকাল ট্রেন গন্তব্যে পৌঁছবে। আর সেই আবহেই সোমবার সন্ধ্যায় নবান্নের এক নির্দেশিকায় সমস্তটা স্পষ্ট করে দেওয়া হল। জানিয়ে দেওয়া হল, সোমবার থেকে সন্ধ্যা ৭টা নয়, রাত ১০টাতেই ছাড়বে শেষ লোকাল। সোমবার সন্ধ্যা হতে না হতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর তার আঁচ পেতে না পেতেই সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার।  আর তার আঁচ পেতে না পেতেই সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। নবান্নের পক্ষে জানানো হয়েছে, সোমবার থেকে সন্ধ্যা ৭টা নয়, রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল।

Find Out More:

Related Articles: