জেনে নিন আজকের আবহাওয়া কেমন থাকবে

A G Bengali
বছরের শুরু থেকেই শীতের দেখা নেই। এবার শীত ক্রমশ ফিকে হচ্ছে। রাজ্য থেকে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে? এ প্রশ্নের উত্তর হয়তো এখনও কারোর জানা নেই। তবে রাজ্যের তাপমাত্রা বাড়ছে। শীতের আমেজ আর আগের মতো অনুভূত হচ্ছে না। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে শুরু হয়ে যাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার বিকালের পূর্বভাসে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বভাস মতো কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তাপমাত্রার পারদও বেড়েছে অনেকটাই। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পারদ বেড়েছে দক্ষিণবঙ্গেও পাশাপাশি উত্তরবঙ্গেও। তবে সেখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা জানিয়েছে হাওয়া অফিস। ডুয়ার্সে কোথাও কোথাও আবার শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে।

অন্যদিকে, চা বাগানের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের চোপড়া। চলল গুলি-বোমা।  ঘটনায় বোমার আঘাত আগত ১ জন। গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন। আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদের উত্তরবঙ্গে মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আহত ২ জনের অবস্থা বেশ খারাপ। এলাকার পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় টহল দিচ্ছে পুলিস। মঙ্গলবার সকালে চোপড়া থানার হাপতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বড়বিল্লা এলাকায় দুই গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বেধে যায়। চা বাগানের জমির মালিকানা নিয়ে ওই বিরোধ বেশ পুরনো। আজ সকালে তা গুরুতর আকার ধারন করে।

Find Out More:

Related Articles: