আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস

frame আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস

A G Bengali
শীতের আমেজ ফিকে হতে শুরু করেছিল কয়েকদিন আগে থেকেই। তবে বৃষ্টির পর শীতের আমেজ ফের অনুভূত হতে শুরু করেছে। তাহলে ফের শীত ফিরছে বঙ্গে? এই আশাই এখন বাঙালির মননে। তবে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। শুক্রবার পর্যন্ত চলবে এই আর্দ্রতা দাপট। পৌষের অকাল বৃষ্টিতে রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। এই অকাল বর্ষণের জেরে তাপমাত্রাতেও (west bengal weather) পরিবর্তন এসেছে। আলিপুর আবহাওয়া অফিসের (weather office) তরফে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। কলকাতা এবং হাওড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব -পশ্চিম বর্ধমান,বীরভূম,মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে রাতের তাপমাত্রা সামান্য বেড়ে ১৭.৫ থেকে বেড়ে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। কিন্তু দিনের তাপমাত্রা লক্ষ্যণীয় ভাবে কমেছে। ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস থেকে তা কমে হয়েছে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।


অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য জানাচ্ছে, গত এক সপ্তাহ ধরে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার রয়েছে ১০ শতাংশের বেশি। সেই সঙ্গে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৪৮৮ জন। আড়াই লক্ষের কাছে পৌঁছে গেল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০। আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। উল্টে গত দু’দফার তুলনায় হাসপাতালে ভর্তিও তুলনামূলক ভাবে কমেছে।

Find Out More:

Related Articles:

Unable to Load More