দেশে দৈনিক করোনা আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ

A G Bengali
যত দিন যাচ্ছে ততই দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিন স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী প্রায় সাড়ে তিন লক্ষের সংখ্যা দাঁড়িয়েছে দৈনিক করোনা সংক্রমনে। গত ২৪৯ দিনের মধ্যে যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ২৫৪ জন। গত বছর প্রথম বার দৈনিক কোভিড আক্রান্ত সাড়ে তিন লক্ষ পার করেছিল। ওমিক্রনের ধাক্কায় প্রায় ৮ মাস পর ফের দৈনিক সংক্রমণ এই পর্যায়ে পৌঁছল।

শুধু আক্রান্তই নয়, আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে দৈনিক মৃত্যু এবং দৈনিক সংক্রমণের হার। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, সংক্রমণের হার পৌঁছেছে ১৭.৯৪ শতাংশ। বৃহস্পতিবার তা ছিল ১৬.৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭০৩ জনের। বৃহস্পতিবার তা ছিল ৪৯১। তবে ৭০৩ জন মৃতের মধ্যে ৩৪১ জনই কেরলের। দেশের বাকি সব রাজ্যেই তা ৫০-এর কমই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ৮৮ হাজার ৩৯৬ জনের। তবে এর পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৫১ হাজার ৭৭৭ জন। ওদিকে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯,৬৯২ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র, কেরল এবং কর্নাটকে দৈনিক আক্রান্ত রয়েছে ৪৫ হাজারের বেশি। তামিলনাড়ুতে সাড়ে ২৮ হাজার এবং গুজরাতে তা প্রায় সাড়ে ২৪ হাজার।

Find Out More:

Related Articles: