১২৫তম জন্মজয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ সকালে নেতাজির এক মূর্তিতে ফুল অর্পণ করে একটি ছবি টুইট করে দেশবাসীকে পরাক্রম দিবসের শুভেচ্ছাও জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, নেতাজিকে সম্মান জানাতে আজ থেকেই রাজধানীতে শুরু হচ্ছে প্রজাতন্ত্র দিবসের উৎসব। পাশাপাশি ইন্ডিয়া গেটে আজকেই নেতাজির হলোগ্রাম মূর্তিটি উন্মোচন করা হবে।
তবে ফের নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবিতে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নেতাজির ১২৫তম জন্মজয়ন্তীতে মমতা একাধিক টুইট করেন। সেখানে লেখেন, ‘আমরা আবার কেন্দ্রীয় সরকারকে আর্জি জানাচ্ছি, নেতাজির জন্মদিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হোক। এর ফলে গোটা জাতি নেতাজিকে শ্রদ্ধা জানাতে পারবে এবং ‘দেশনায়ক দিবস’ পূর্ণমর্যাদায় পালন করতে পারবে।’
প্রসঙ্গত, ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি-র তরফ থেকে দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসাবে পালন করা হয়। গত বছর এ নিয়ে দুই শিবিরের তরজাও প্রত্যক্ষ করা গিয়েছিল। রবিবার সকালে টুইট করে নেতাজিকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
অন্যদিকে, এদিন য়াদিল্লির ইন্ডিয়া গেটের কাছে নেতাজির একটি হলোগ্রাম মূর্তি উন্মোচিত করবেন মোদী৷ একসময় এখানেই ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের ৭০ ফুট উঁচু মূর্তি দাঁড়িযে থাকত৷ পরে ১৯৬৮ সালে তা সরিয়ে দেওয়া হয়৷ সেখানেই এখন নেতাজির হলোগ্রাম মূর্তিটি সাময়িকভাবে রাখা হবে৷ সেখানে ৬ ফুট দৈর্ঘ্য এবং ২৮ ফুট প্রস্থের মূর্তি বসার কথা নেতাজির৷ যতদিন না সেখানে গ্রানাইট পাথরের নেতাজি মূর্তিটি এনে বসানো হচ্ছে ততদিন হলোগ্রাম মূর্তিটি থাকবে সেখানে৷ আজ সেই মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী৷