কাশ্মীরে এনকাউন্টার, খতম ২ জঙ্গি

frame কাশ্মীরে এনকাউন্টার, খতম ২ জঙ্গি

A G Bengali
কাশ্মীরে এনকাউন্টার, খতম দুই জঙ্গি। পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন যে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের কিলবাল গ্রামে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কিত একটি নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে, এই এলাকাটি ঘিরে তল্লাশি অভিযান শুরু করা হয়। পুলিশের মুখপাত্র জানিয়েছেন, "অনুসন্ধান অভিযানের সময়, যৌথ অনুসন্ধান দল সন্দেহভাজন স্থানের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা যৌথ অনুসন্ধান দলের উপর নির্বিচারে গুলি চালায় যার প্রতিশোধ নেওয়া হয়। এর ফলে একটি এনকাউন্টার হয়।" "অনুসন্ধান অভিযানের সময়, যৌথ অনুসন্ধান দল সন্দেহভাজন স্থানের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা যৌথ অনুসন্ধান দলের উপর নির্বিচারে গুলি চালায় যার প্রতিশোধ নেওয়া হয়। এর ফলে একটি এনকাউন্টার হয়।"   এই এনকাউন্টারে, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন LeT (TRF) এর দুই সন্ত্রাসবাদী নিহত হয়েছে। তাদের দেহ এনকাউন্টারের স্থান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।


অন্যদিকে, রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া করোনা বুলেটিন অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ৩৩ হাজার ৫৩৩ জন। যা শনিবার ছিল তিন লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন। তবে বেড়েছে দৈনিক সংক্রমণের হার। শনিবার যা ছিল ১৭.২২ শতাংশ, রবিবার তা খানিক বেড়ে হয়েছে ১৭.৭৮ শতাংশ। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল, তিন কোটি ৯১ লক্ষ। দেশে এখনও করোনা আক্রান্তের নিরিখে প্রথম স্থানে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৩৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৮ জনের।

Find Out More:

Related Articles:

Unable to Load More