একনজরে দেখে নিন ওয়েদার আপডেট

frame একনজরে দেখে নিন ওয়েদার আপডেট

A G Bengali
আগামীকাল থেকে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে রাজ্যে। অন্তত এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। সপ্তাহের শেষের দিকে শীতের আমেজ টের পাওয়া যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সকালে অনেক জায়গাতেই ঘন কুয়াশা চোখে পড়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার।  কোথাও তারও নীচে। এদিন সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ উত্তরবঙ্গের ৫ জেলায়।


অন্যদিকে, মঙ্গলবার সকালে কুয়াশায় ঢাকা দিল্লির তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পঞ্জাবের বেশ কিছু অংশে কুয়াশা থাকলেও তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে। আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, দিল্লি ছাড়া উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে আগামী কয়েক দিনে। ওই রাজ্যগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অন্তত তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকার কথা। শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের কিছু নির্দিষ্ট এলাকায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত ওই সব এলাকার আকাশ পরিষ্কার থাকার জন্য রাতের তাপমাত্রা হু হু করে নামবে। দিল্লি-সহ উত্তর ভারতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। একই সঙ্গে ঘন থেক অতি ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, পঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান, সিকিম, অসম, মেঘালয়, ত্রিপুরার মতো রাজ্যগুলির জন্য।

Find Out More:

Related Articles:

Unable to Load More