পদ্মসম্মান প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যের

frame পদ্মসম্মান প্রত্যাখ্যান বুদ্ধদেব ভট্টাচার্যের

A G Bengali
প্রজাতন্ত্র দিবসের আগের দিন ঘোষণা করা হয় পদ্ম-পুরস্কার প্রাপকদের নাম। এবার পদ্মভূষণ পুরস্কার পেলেন দুই বাঙালি। ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ থেকে থেকে পদ্মভূষণ দেওয়া হয়েছে এই দু’জনকে। যদিও এই তালিকায় রয়েছে আর এক বাঙালির নাম। তিনি ধ্রুপদী সঙ্গীতশিল্পী রাশিদ খান। যদিও তাকে পদ্মভূষণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ থেকে।

কিন্তু পদ্ম সম্মান প্রত্যাখ্যান করেন বাম নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। "আমাকে কিছু জানানো হয়নি, এবিষয়ে কেউ কিছু বলেনি। আমি পদ্ম ভূষণ প্রত্যাখ্যান করছি", বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন বুদ্ধবাবু। বুদ্ধদেব ভট্টাচার্য সরাসরি জানিয়েছেন যে পদ্ম ভূষণ দেওয়া বিষয়ে তার সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ করা হয়নি। এছাড়াও তিনি জানিয়েছেন এরকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকলে তা তিনি ফিরিয়ে দিচ্ছেন। উল্লেখ্য, এর আগে যখন আরেক বাম নেতা জ্যোতি বসুকে ভারতরত্ন দেওয়ার কথা হয়েছিল সেই সময়ে দলের তরফে তা ফিরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক প্রতিনিধি ফোনে জানান, বুদ্ধদেব পদ্মভূষণ পাচ্ছেন। তার পরেই ফোন কেটে যায়। রাতে বুদ্ধদেবের নাম পদ্মসম্মানের জন্য ঘোষণা করে দেয় কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তখনও বিষয়টি জানতেন না। পরে খবর জেনে পত্রপাঠ সম্মান প্রত্যাখ্যান করেছেন। দলের তরফে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র জানিয়েছিলান, "জ্যোতিবাবুকেও ভারতরত্ন দেওয়া হয়। সেই সময়ে তিনি ভারতরত্ন প্রত্যাখ্যান করেছিলেন। এটা দলের বোঝাপড়া।"

Find Out More:

Related Articles:

Unable to Load More