আগামী মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাবে

A G Bengali
আগামী মাসেই ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত পরিষেবা চালু হয়ে যাবে। বুধবার কসবার পরিবহণ ভবনে পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক করলেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন এবং রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকদের সঙ্গে। সেই বৈঠকের পর এ কথা জানান পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। অন্য দিকে, চলতি বছরেই জোকা-বি বা দী বাগ মেট্রোর নির্মাণকাজের দ্বিতীয় পর্বে মোমিনপুর থেকে এসপ্লানেড পর্যন্ত অংশে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে। এর জন্য খিদিরপুরে পানীয় জল ও নিকাশির লাইন সরানোর বিষয়ে পরিকল্পনা করতে চলতি মাসেই কলকাতা পুরসভা এবং মেট্রো রেল কর্তৃপক্ষ বৈঠকে বসবেন। ওই মেট্রোর জোকা থেকে তারাতলা পর্যন্ত অংশে লাইন বসানো এবং স্টেশন নির্মাণের কাজ শেষ হয়েছে। এর পরে মাঝেরহাট স্টেশনের নির্মাণকাজ সম্পূর্ণ হতেই ওই মেট্রোপথের প্রথম অংশে পরিষেবা চালু করার কথা ভাবা হয়েছে।

অন্যদিকে, ভোট পরবর্তী হিংসা মামলায় (Post Poll Violence Case) গত সপ্তাহেই কলকাতা হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছে অনুব্রত মণ্ডলকে। এখনই সিবিআই তাঁর প্রতি কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের সিবিআই-কাঁটা অনুব্রতের দুয়ারে। গরু পাচারকাণ্ডে (Cattle Smuggling) এবার তলব করা হল অনুব্রতকে। বুধবারই তৃণমূল সাংসদ দেবকে এই মামলায় নোটিস পাঠানো হয়। বৃহস্পতিবার নোটিস গেল অনুব্রত মণ্ডলের কাছে। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় সিবিআই দফতর নিজাম প্যালেসে তলব করা হয়েছে তাঁকে। গরু পাচারকাণ্ডে অনুব্রতকে এটি সিবিআইয়ের দ্বিতীয় নোটিস। এর আগে গত এপ্রিলে তলব করা হয়েছিল তাঁকে। কিন্তু সেবার তিনি অসুস্থতার কথা বলে সেই হাজিরা এড়িয়ে যান। ভোট পরবর্তী হিংসা মামলায় রক্ষাকবজ থাকলেও গরু পাচারকাণ্ডে রক্ষাকবজ নেই অনুব্রতর। ফলে এবার বীরভূমের ‘হেভিওয়েট’ এই তৃণমূল নেতা কী করেন সেদিকেই নজর সকলের।

Find Out More:

Related Articles: