শীতের আমেজ ফিকে হচ্ছে, বাড়ছে গরম

frame শীতের আমেজ ফিকে হচ্ছে, বাড়ছে গরম

A G Bengali
মাঝে মাঝে ঠাণ্ডা হাওয়া দিলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাচ্ছে শীতের আমেজ। ইতিমধ্যেই পাখা আর এসি চালানো শুরু হয়ে গিয়েছে। জেলায় জেলায় বাড়ছে তাপমাত্রা। উত্তরবঙ্গের কয়েকটি জেলার আকাশ মেঘলা থাকবে বলে জানান হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বাংলাদেশের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাষ্প ঢুকছে তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বরং ধীরে ধীরে বাড়ছে গরম। আজ থেকে তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রাও ঊর্ধ্বমুখী হবে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের শেষেই রাজ্যে পাকাপাকি ভাবে  শীতের বিদায় হয়ে যেতে পারে। নতুন করে তাপমাত্রার পতন ঘটবে না।


মার্চ মাস থেকে যে রাজ্যে গরম অনুভূত হবে সে কথা বলাই বাহুল্য। আবার পরের বছর শীতের জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই। 
আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২.০ মিলিমিটার। তবে শীত বিদায় নিলেও আগামী ২৪ ঘণ্টা পর থেকে ৪ দিন খুবই মনোরম আবহাওয়া থাকবে বলে আশা হাওয়া অফিসের। গরম অনুভূত হলেও তা মালুম হবে না বলেই আশা। যার ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন রাজ্যের মানুষ। 

Find Out More:

Related Articles:

Unable to Load More