রাজ্যে করোনায় মৃত শূন্য

A G Bengali
বড় স্বস্তি। প্রায় ১ বছর পর রাজ্যে করোনায় মৃতের সংখ্যা শূণ্য। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে এক জনেরও মৃত্যু হয়নি। গত সোমবার একশোর নীচে নামার পর মঙ্গলবার বেড়ে দেড়শোর কাছাকাছি পৌঁছেছিল রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। বুধবার তা আরও কিছুটা বাড়ল। কলকাতায় নতুন আক্রান্ত অপরিবর্তিত থাকলেও দ্বিগুণ বাড়ল উত্তর ২৪ পরগনায়। করোনায় রাজ্যে প্রথম মৃত্যু হয়েছিল ২০২০-র ২৩ মার্চ। পরে কয়েক বার মৃত্যু শূন্য হলেও, শেষ বারের মতো রাজ্যে করোনা আক্রান্ত হয়ে এক জনেরও মারা না যাওয়ার ঘটনা ঘটেছিল ২০২১-র ২৮ ফেব্রুয়ারি। ১ মার্চের বুলেটিনে তা প্রকাশিত হয়েছিল। এর পরে কলকাতা এবং অন্যান্য জেলায় কয়েক বার মৃত্যু শূন্য থাকলেও গোটা রাজ্যে তা হয়নি। এ দিনের বুলেটিন অনুযায়ী ২২ হাজার ২২৬ জনের পরীক্ষায় সংক্রমণের হার ০.৬৯ শতাংশ।

অন্যদিকে, করোনা বিধিনিষেধ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে নবান্ন। ওই নির্দেশিকায় বলা হয়েছে, মানুষ ও যানবাহনের যাতায়াত, জমায়েত রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধই থাকছে। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও জরুরি পরিষেবা চালু থাকবে। এদিকে, কোভিড বিধিনিষেধ চালু থাকলেও এখন অনেকেই বোধহয় তা জানেন না। বাসে-ট্রেনে এখন ঘুরছেন বহু মাস্কবিহীন মানুষজন। সোমবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশিকা আগে ছিল সেটাই বলবত থাকছে। ফলে সাধারণ মানুষকে তা মেনে চলতে হবে। অফিস, ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে তার কর্মীদের জন্য কোভিড সেফটির ব্যবস্থা করতে হবে। নিয়মিত স্যানিটাইজেশন সহ করোনা বিধি সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। জেলায় করোনা বিধি মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে জেলা প্রশাসনকে। এক্ষেত্রে বিধিভঙ্গকারীর বিরুদ্ধে ২০০৫ সালের ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Find Out More:

Related Articles: