শুক্রবার বারাণসী থেকে ফেরার সময় কলকাতায় নামার অল্প আগে এই ঘটনা। আকস্মিক এই দুর্যোগে এক লহমায় মুখ্যমন্ত্রীর ছোট বেসরকারি ভাড়া নেওয়া বিমানটি সাত হাজার ফুট থেকে দু’হাজার ফুটে নেমে আসে। সেই সঙ্গে টালমাটালও করতে থাকে। ঘটনায় মমতার কোমরে জোর ব্যথা লাগে। আগে থেকেই তাঁর কোমরে ব্যথা ছিল। ফলে কষ্ট বাড়ে। এ দিন আকাশ ছিল যথেষ্ট পরিষ্কার। মেঘ, বৃষ্টি, ঝড় ছিল না। তবে বিমানবন্দর সূত্রের খবর, বিমানটি আচমকা একটি ঝঞ্ঝার মুখোমুখি হতে যাচ্ছে দেখে পাইলট অত্যন্ত দ্রুততায় উচ্চতা প্রায় পাঁচ হাজার ফুট নামিয়ে দেন। তাতেই প্রবল ঝাঁকুনি ও উথালপাথাল। বিমানের মধ্যে মুখ্যমন্ত্রী ও তাঁর সহযাত্রীরা অবশ্য জানতে পেরেছিলেন, তাঁদের বিমানের সামনে অন্য একটি বড় বিমান এসে পড়ে। সেটিই হল বিপত্তির কারণ।
অন্যদিকে, মণিপুর (Manipur) বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফায় শনিবার ১০টি জেলার ২২টি আসনে ৯২ জন প্রার্থীর ভাগ্য নিরধারণ হবে। শনিবারের ভোটে যে এলাকাগুলি মূল নজরে রয়েছে সেগুলি হল থৌবাল জেলা (Thoubal district) এবং নাগা-অধ্যুষিত পাহাড় (Naga-dominated hills)। এই অঞ্চলগুলিতে ক্ষমতাসীন বিজেপিকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের এই জেলাগুলি, দীর্ঘদিন ধরে নাগা পিপলস ফ্রন্ট (NPF) এবং কংগ্রেসের (Congress) শক্ত ঘাঁটি ছিল। এই অঞ্চলগুলি বনধ এবং অবরোধের মূল কেন্দ্র ছিল। যেকোনও ধরনের হিংসা এড়ানোই হবে নির্বাচন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। মণিপুরে এবারের নির্বাচন বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে আরও দৃঢ় বিজেপি এককভাবে লড়ছে এবং এমনকি বর্তমান সরকারের তাদের অংশীদারদের বিরুদ্ধেও সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিজেপি।