রাশিয়ার (Russia) রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) শনিবার বলেছেন যে কোনও দেশ ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা এই যুদ্ধে যুক্ত হবে। রাশিয়ান রাষ্ট্রপতি বলেন, "এই রকম যেকোনও কাজকে আমরা সেই দেশের সশস্ত্র সংঘাতে অংশগ্রহণ হিসাবে বিবেচনা করব।" পুতিন যোগ করেছেন যে নো-ফ্লাই জোন আরোপ করা "শুধু ইউরোপের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য বিশাল এবং বিপর্যয়কর পরিণতি" বয়ে আনবে। পুতিন গুজব উড়িয়ে দিয়ে বলেছেন যে রাশিয়া এই যুদ্ধের দ্বিতীয় সপ্তাহে নিজের দেশে মার্শাল আইন ঘোষণা করছেনা। অন্যদিকে ক্রেমলিন (Kremlin) বলেছে যে তারা রাশিয়ায় সামরিক আইন চালু করার পরিকল্পনা করছেনা কারণ গুজব ছড়িয়েছে যে রাশিয়ার সরকার ইউক্রেনে তাদের আগ্রাসনের সঙ্গে যুক্ত একটি ক্ল্যাম্পডাউনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে, ছুটির দিন রবিবার সকালে আচমকাই বন্ধ হয়ে যায় কলকাতার মেট্রোরেল আংশিক পরিষেবা। দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে প্রায় এক ঘণ্টা পর ফের চালু হয় মেট্রো। তবে দক্ষিণেশ্বর থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচল প্রথম থেকেই স্বাভাবিক ছিল। রবিবার, ছুটির দিনে এমনিতেই মেট্রো পরিষেবা শুরু হয় কিছুটা দেরিতে। সকাল ৯টা ২ মিনিটে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে প্রথম মেট্রো রওনা হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তা চালু করা যায়নি। পরে মেট্রো রেলের তরফে জানিয়ে দেওয়া হয় লাইনে বিদ্যুৎ না থাকাতেই বিপত্তি।