তাপমাত্রা বাড়ছে বঙ্গে

A G Bengali
বঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি এর অবস্থান রয়েছে। এদিকে রাজ্যে ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রার পারদ৷ হাওয়া অফিস সূত্রে খবর, প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদিও আজ সারাদিনের রোদের কড়া তেজে দিন কাটবে রাজ্যবাসীর। বাড়বাড়ন্ত আর্দ্রতা ও ভ্যাপসা গরমের জন্য আজও হাঁসফাঁস গরমে নাজেহাল হতে হবে বলেই ধারনা। তবে সোমবার থেকে বুধবার এর মধ্যে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তি বাড়বে।

অন্যদিকে, মা উড়ালপুলে চিনা মাঞ্জা থেকে দুর্ঘটনা রুখতে গত বছরের মার্চ ও জুলাই মাসে সেতুর রক্ষণাবেক্ষণকারী সংস্থা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)-র কাছে সেতুটি তারের জাল দিয়ে ঘিরে দেওয়ার প্রস্তাব দিয়েছিল কলকাতা ট্র্যাফিক পুলিশ। কলকাতা ট্র্যাফিক পুলিশের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখে পুজোর আগে, সেপ্টেম্বরের প্রথমে শুরু হয় কাজ। পরীক্ষামূলক ভাবে প্রথমে সেতুর যে অংশে চিনা মাঞ্জায় বেশি দুর্ঘটনা ঘটেছে, সেখানে তারের জালের ঘেরাটোপ দেওয়া হবে বলে ঠিক হয়। সেই মতো মা উড়ালপুলের বোট ক্লাব থেকে চার নম্বর সেতু পর্যন্ত অংশে কাজ শুরু হয়। ৯০০ মিটার ওই অংশে সেতুর দু’পাশে তারের জাল দিতে বরাদ্দ করা হয় প্রায় ২০ লক্ষ টাকা।

Find Out More:

Related Articles: