ভোটে হেরে গেলেও বিদায়ী মুখ্যমন্ত্রীকেই বর্তমানে ফিরিয়ে আনল BJP নেতৃত্ব। উল্লেখ্য, বাইশের বিধানসভা নির্বাচনের দফায় দফায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে বদল আনে BJP। গত বছর প্রাক্তনী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের (Trivendra Singh Rawat) কাছ থেকে মুখ্যমন্ত্রিত্ব হাতে পান পুষ্কর। নতুন করে নির্বাচনে জয়ের পর আর তাঁকে বদল করতে চাইছে না দলীয় নেতৃত্ব। সেই কারণেই ভোটে হেরে যাওয়া সত্ত্বেও পুষ্কর সিং ধামিকেই উত্তরাখণ্ডের নয়া মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল। নিয়ম মাফিক আগামী ছমাসের মধ্যে যেকোনও একটি বিধানসভা আসন থেকে তাঁকে জিতে আসতে হবে।
প্রসঙ্গত, ২০ বছর আগে উত্তরাখণ্ডের জন্ম হওয়ার পর থেকে দেবভূমি কখনওই এক দলে আস্থা রাখেনি। ফলে প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু এ বার তা হয়নি। পরপর দু’বার ক্ষমতায় এসেছে বিজেপি। এ নিয়ে গেরুয়া শিবির যতই গর্ব করুক পাশাপাশি অস্বস্তি তৈরি হয়েছিল খাতিমা আসনের ফল নিয়ে। সেখানেই পরাজিত হন পুষ্কর। তবে বিজেপি-র পক্ষে মুখ্যমন্ত্রী বাছা নিয়ে সমস্যাও ছিল উত্তরাখণ্ডে। কারণ, গত পাঁচ বছরে তিনবার মুখ্যমন্ত্রী বদলাতে হয় রাজ্যে। শেষ বারে দায়িত্ব দেওয়া হয় পুষ্করকে। আদতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) থেকে আসা ৪৬ বছরের পুষ্কর আগে উত্তরপ্রদেশে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতা ছিলেন। পরে উত্তরাখণ্ডে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হন। ২০২১ সালের জুলাইয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি। তখন এক বছরও সময় নেই বিধানসভা নির্বাচনের। কিন্তু তাতে হেরে যাওয়ায় মুখ্যমন্ত্রিত্বের বর্ষপূর্তির সম্ভাবনাও চলে গিয়েছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদে তিনি ফিরছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে।