যত মহার্ঘ হচ্ছে জ্বালানি, ততই মধ্যবিত্তের হেঁশেলে টান পড়ার ভয় বাড়ছে। সোমবার পেট্রলের দাম বাড়ল লিটারে ৮৩ পয়সা। ১১৩ টাকা ৪৫ পয়সা থেকে বেড়ে পেট্রলের নতুন দাম হল লিটার প্রতি ১১৪ টাকা ২৮ পয়সা। ডিজেলের দাম বাড়ল লিটারে ৮০ পয়সা। ৯৮ টাকা ২২ পয়সা থেকে বেড়ে ডিজেলের নয়া দাম হল ৯৯ টাকা ০২ পয়সা। মঙ্গলবার ভোর ৬টা থেকে কার্যকর হবে এই নয়া দাম। এনিয়ে ১৫ দিনে ১৩বার জ্বালানির দাম বাড়ল (Fuel Price Hike)। প্রসঙ্গত, ২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রতি লিটার পেট্রলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। ফলে এক ধাক্কায় দেশে পেট্রল (Petrol)-ডিজেলের (Diesel) দাম অনেকটা কমে যায়।
অন্যদিকে, গত দু’বছরে সর্বনিম্ন করোনা সংক্রমণ ধরা পড়ল রাজ্যে। ২০২০ সালের মার্চ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে দৈনিক আক্রান্ত এই প্রথম এতটা কমল। পাশাপাশিই, রাজ্যে সংক্রমণের হারও কমেছে। সোমবার আবার কোভিডে মৃত্যু শূন্য রাজ্যে। সোমবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ১২ জন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘‘শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ১২ জন আক্রান্ত হয়েছে। ১৭ মার্চ ২০২০ রাজ্যে প্রথম কোভিড আক্রান্তের হদিশ পাওয়া যায়। ৫ এপ্রিল ১১ জন সংক্রমিতকে শনাক্ত করা হয়। তার পর থেকে এই প্রথম এত কম সংক্রমিতের হদিশ মিলল।’’ তবে তাঁর বক্তব্য, এত কম আক্রান্ত ধরা পড়ার কারণ কম পরীক্ষাও হতে পারে। রাজ্যে এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্ত ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জন। রাজ্যে কোভিডে মোট মৃত্যু ২১ হাজার ১৯৯ জন। দৈনিক সংক্রমণের হার কমে হল ০.১৫ শতাংশ। তবে বাংলায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হল ৬৩৬।