জিএসটির জন্য ক্ষতিপূরণের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধির দাবি মমতার

A G Bengali
বর্তমান আর্থিক পরিস্থিতিতে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (Goods and Service Tax)  বা জিএসটির (GST) জন্য ক্ষতিপূরণের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধির দাবি জানালেন তিনি। পাশাপাশি, টোল ট্যাক্স মকুবের দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে সব টাকা নিয়ে চলে যাচ্ছে। জিএসটি বাবদ প্রাপ্যও রাজ্যকে দিচ্ছে না। ইডি, সিবিআই দিয়ে রাজনৈতিক দলগুলিকে উত্যক্ত না করে তাদের দিয়ে বাজারে অভিযান চালান। তাহলে কালোবাজারি বন্ধ হতে পারে।” এর পরই কেন্দ্রকে জিএসটির ক্ষতিপূরণের মেয়াদ আরও ৫ বছর বৃদ্ধি করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বেগ, ‘‘দেশের যা আর্থিক পরিস্থিতি, তাতে আগামী দিনে সব রাজ্য সরকার বেতন দিতে পারবে কি না সন্দেহ।’’ অনেক প্রশাসনিক পর্যবেক্ষকই জানাচ্ছেন, জুনে জিএসটি ক্ষতিপূরণ দেওয়ার পদ্ধতি শেষ হচ্ছে। তার পর থেকে এই খাতে আর অর্থ পাবে না রাজ্যগুলি। কিন্তু দীর্ঘস্থায়ী অতিমারির ধাক্কায় শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রতিটি রাজ্যেরই অর্থনৈতিক পরিস্থিতি নড়বড়ে হয়ে গিয়েছে। তাই আগে থেকেই জিএসটি ক্ষতিপূরণের মেয়াদ বাড়ানোর দাবি জানিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী এ দিন দাবি জানান, জিএসটি ক্ষতিপূরণের প্রক্রিয়া কমপক্ষে আরও পাঁচ বছর বাড়ানো হোক। তিনি বলেন, ‘‘কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গের প্রায় ৯০ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। জিএসটি ক্ষতিপূরণের বকেয়া টাকাও পাওয়া যাচ্ছে না। তার উপরে সেস বসিয়ে পুরো টাকাটাই নিয়ে নিচ্ছে কেন্দ্র।’’

Find Out More:

Related Articles: