সুফল বাংলার স্টল বাড়ানোর নির্দেশ
শুক্রবার থেকে রাজ্যের ছোট-বড় সমস্ত পাইকারি এবং খুচরো বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধ করতে হানা দেবে রাজ্য এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। এদিন বৈঠকের পর সিদ্ধান্ত হয়, পশ্চিমবঙ্গের সমস্ত টোল প্লাজাগুলিতে পণ্যবাহী ট্রাকগুলি থেকে টোল নেওয়া বন্ধের আবেদন করা হবে কেন্দ্রীয় সরকারের কাছে। যাতে জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে একটু রেহাই দেওয়া যায় ব্যবসায়ীদের। এদিন বেশ কিছু সবজির দাম কমালেন মুখ্যমন্ত্রী। সুফল বাংলা স্টলে সেগুলি কম দামে পাওয়া যাবে। কোন সবজির দাম কি হলো একনজরে দেখে নিন - আলু বাজারে পাওয়া যাচ্ছে ২২ টাকায়, এখন তা ১৮ টাকা কেজি। নাসিকের পিঁয়াজ ২২ টাকা, সুফল বাংলায় পাওয়া যাবে ২০ টাকা কেজিতে। সুখসাগর পিঁয়াজ বাজারে ২০ টাকা কেজি, সেটা মিলবে ১৫ টাকা কেজিতে। কলা ডজনপ্রতি ২৫ টাকায় মিলবে, বাজারে ৬০ থেকে ৭০ টাকায় পাওয়া যায়। সুফল বাংলায় তরমুজ ২৫ টাকা কেজিতে পাওয়া যাবে। লাউ এখন ৩৫ টাকার বদলে ২২ টাকায় পাওয়া যাবে। ফুলকপি ৩৫ টাকা থেকে ২২ টাকায় পাওয়া যাবে। আদা-রসুন কেজিপ্রতি ১০ টাকা কমে পাওয়া যাবে বাজারের তুলনায়।