বৈশাখের শুরুতে কালবৈশাখীর পূর্বাভাস তো দূরঅস্ত্, দক্ষিণবঙ্গের পাঁচ জোলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটের উপর তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। অন্য দিকে, বেশ কিছু দিন ধরে দফায় দফায় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। শুক্রবারও দার্জিলিং থেকে মালদহ— উত্তরের আট জেলাতেই হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর, বাঁকুড়া, পানাগড়-সহ পাঁচটি জায়গায় বৃহস্পতিবার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। রাজ্যে সব চেয়ে বেশি তাপমাত্রা ছিল আসনসোলে, ৪১ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও ছিল ৪০ ছুঁইছুঁই। শুক্রবার দুপুরে আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া।
অন্যদিকে, পাঁচ রাজ্যের ভোট মিটতেই প্রত্যাশিত ভাবে দেশে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। টি-২০-র গতিতে বদলেছে পেট্রল-ডিজেলের ‘রেট-কার্ড’। দেশের অধিকাংশ শহরে পেট্রলের দাম ১০০ পার করেছে। ডিজেলও বহু জায়গায় সেঞ্চুরি পার করেছে। এই আবহে সরকারের বিরুদ্ধে ক্রমেই সুর চড়াচ্ছেন বিরোধীরা। অসন্তুষ্ট আম জনতাও। এরই মাঝে অভিনব প্রতিবাদ দেখা গেল মহারাষ্ট্রের সোলাপুরে। আম্বেদকর জয়ন্তীতে সোলাপুরে পেট্রল বিকোল মাত্র এক টাকা প্রতি লিটার দরে। একটি সংগঠন এক টাকা দরে পেট্রল বিক্রির কর্মসূচি পালন করে মহারাষ্ট্রের এই শহরে। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েই এই অভিনব প্রতিবাদ।